নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
২৯ মার্চ ২০২৫ ১৮:০৭
নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মেহেদী নামে মোটরসাইকেলচালক আহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) বিকেল ৩ টার দিকে সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হাসান (১৭) নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মদিনা গ্রামের জয়নাল আবদিনের ছেলে। আহত মোটরসাইকেলচালক নাহিদকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে মাইজদী বাজার এলাকায় বালি বোঝাই একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী হাসান রাস্তায় ছিটকে পড়ে। পরে ওই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক মেহেদী ও গুরুত্বর আহত হয়। আহত মেহেদীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আজমল হুদা বলেন, নিহত হাসানের মরদেহ ও ট্রাককে আটক করে হাতিয়া থানায় নিয়ে আসা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এইচআই