Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ায় ঈদ সোমবার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৫ ১৮:৩৬ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ২১:০৪

ঈদের নামাজ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া, ব্রুনাইয়ের পর আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার (২৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামীকাল রোববার (৩০ মার্চ) রমজানের ২৮তম দিনে সুর্যাস্তের সঙ্গে সঙ্গে মালয়েশিয়া খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন-ঈদের তারিখ ঘোষণা করল ব্রুনাই

এর আগে, বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে।

অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে গালফ নিউজ।

সারাবাংলা/এইচআই

ঈদ ঈদের চাঁদ মধ্যপ্রাচ্যে ঈদ মালয়েশিয়ায় ঈদ সৌদি আরবে ঈদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর