Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৮:৪২

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ।

কিশোরগঞ্জ: প্রতি বারের মতো এবারও বাংলাদেশ তথা উপমহাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়াতে অনুষ্ঠিত হবে ১৯৮তম ঈদুল ফিতরের জামাত। মাঠের সুনাম ও জনশ্রুতির কারণে
বাংলাদেশের দূর দূরান্তের জেলাসহ এমনকি বিদেশ থেকে আগত ভিনদেশী মুসল্লিরাও অংশ নেন এই ঈদ জামাতে। প্রতি বছরই এ সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। বৃহত্তম এ ঈদ জামাতে ইমামতি করবেন আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ ।

বিজ্ঞাপন

শোলাকিয়া ঈদগাহ মাঠে সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করলে অধিক সওয়াব লাভ, মনের পরিতৃপ্তি এবং আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার আশায় এই ঈদ জামাতে জড়ো হন লাখ লাখ মুসল্লি।

জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন, ঈদুল ফিতরের দিন শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে শোলাকিয়া এক্সপ্রেস নামে ২টি স্পেশাল ট্রেন ভৈরব- কিশোরগঞ্জ ও ময়মনসিংহ- কিশোরগঞ্জ আসা যাওয়া করবে। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের থাকা খাওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।

নিরাপত্তার কথা চিন্তা করে বিজিবি এবং পুলিশ ও শতাধিক র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে কড়া নজরদারিতে নিয়োজিত থাকবেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৬ সালে শোলাকিয়ায় জঙ্গী হামলার কথা মাথায় রেখে এবার অন্যান্য বারের চেয়ে দেড়গুণ বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে পুরো মাঠ ও আশপাশ।

বিজ্ঞাপন

নামাজের সময় বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ,র‌্যাব, আনসার সদস্যের সমন্বয়ে নিরাপত্তা বলয়ের পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। এছাড়াও মাঠসহ প্রবেশ পথগুলোতে থাকছে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, আর্চওয়ে ও মেটাল ডিক্টেটর। আর আকাশে উড়বে পুলিশের ড্রোন ক্যামেরা। এর ফলে নিরাপদে, নির্বিঘ্নে ও নিশ্চিন্তে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন।

র‌্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি ও কমান্ডিং অফিসার নাইমুল ইসলাম জানান, মাঠে শতাধিক র‌্যাব সদস্য কয়েক স্তরে দায়িত্ব পালন করবেন। পুরো মাঠ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে। মাঠে নজরদারি রাখতে কয়েকটি ওয়াচ
টাওয়ার নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, মসনদ-ই-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ইংরেজি ১৮২৮ সনে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় সাত একর জমির উপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন। ওই বছর শোলাকিয়ায় অনুষ্ঠিত প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লি অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় ‘সোয়া লাখি মাঠ’। সেখান থেকে উচ্চারণের বিবর্তনে পরিণত হয়ে নাম ধারণ করেছে আজকের ‘শোলাকিয়া’ মাঠে। মাঠে একসঙ্গে দুই লাখেরও বেশি মুসল্লি জামাতে নামাজ আদায় করেন। এছাড়া মাঠ ও মাঠের বাইরে মিলিয়ে প্রায় ছয় লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন । সাত একর আয়তনের মাঠটিতে ২৬৫টি কাতার
রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামাত