Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষ্যে ঢাকা টিমের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৯:৪৮

‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষ্যে ঢাকা টিমের প্রস্তুতি বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষ্যে গঠিত ঢাকা টিমের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ ) দুপুরে রাজধানীর গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, আবদুল মোনায়েম মুন্না, হাবিবুর রশীদ হাবিব, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও সাজু মুনতাসির।

উল্লেখ্য, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এজেড/পিটিএম

স্বাধীনতা কনসার্ট