Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এক্স’ বেচে দিলেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৫ ১৯:৪২ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ২১:২১

ইলন মাস্ক। সংগৃহীত ছবি

কয়েক বছর আগেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছিলেন ইলন মাস্ক। পরে প্ল্যাটফর্মটির নামও পরিবর্তন করে ‘এক্স’ করে দেন এই মার্কিন ব্যবসায়ী। এবার ‘এক্স’কেই বিক্রি করে দিলেন ইলন মাস্ক।

শনিবার (২৯ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শুক্রবার (২৮ মার্চ) এ বিষয়ে ঘোষণা দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

জানা যায়, নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ‘এক্সএআই’ কাছে এই প্ল্যাটফর্ম বিক্রি করে দিয়েছেন মাস্ক। ৩৩ বিলিয়ন ডলারের অল-স্টক লেনদেনের মাধ্যমে এক্স-এর হাতবদল হয়েছে।

একটি পোস্ট করার মাধ্যমে ইলন মাস্ক জানিয়েছেন, এক্সএআই–এর কাছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা রয়েছে। একইসঙ্গে এক্স–এর প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা বিপুল। এই দুটি প্ল্যাটফর্মকে একত্রিত করার মাধ্যমে আমরা একটি বিশাল সম্ভাবনার দরজা খুলে দিতে সক্ষম হয়ে উঠব।

তিনি এ বিষয়ে উল্লেখ করেছেন, চুক্তি অনুসারে এক্সএআই–এর মূল্য ৮৮ বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে এক্স–এর মূল্য ৩৩ বিলিয়ন মার্কিন ডলার।

মাস্ক আরও বলেন, আমি এক্সএআই এবং এক্স-এর প্রত্যেক কর্মীর কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিতে চাই যা আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। এটা তো সবে শুরু।

এর আগে ২০২২ সালের শেষের দিকে সমাজমাধ্যম প্ল্যাটফর্ম টুইটার কিনে নেন মাস্ক। ওই সময় ৪ হাজার ৪০০ কোটি ডলার খরচ করেছিলেন তিনি। সংস্থাটির ঋণও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল।

সারাবাংলা/এইচআই

ইলন মাস্ক এক্স টুইটার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগমাধ্যাম