Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে সুন্দরবনে বাড়তি সতর্কতা, বনকর্মীদের ছুটি বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ২০:০৮ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ২৩:১২

সুন্দরবনে পাহারা দিচ্ছেন বনকর্মীরা। ছবি: সারাবাংলা

সাতক্ষীরা: পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সুন্দরবনে বাড়তি সতর্কতা জারি করেছে বন বিভাগ। একইসঙ্গে সুন্দরবন রক্ষায় নিয়োজিত বনকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে, জোরদার করা হয়েছে টহল।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিবছর ঈদের সময় সুন্দরবনে হরিণসহ বন্যপ্রাণী শিকারে মেতে ওঠে শিকারিরা। আর সম্প্রতি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ও শাপলার বিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। তাই হরিণ শিকার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া সীমিত করা হয়েছে সুন্দরবন রক্ষায় নিয়োজিত বনকর্মীদের ঈদের ছুটি।

বিজ্ঞাপন

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মসিউর রহমান জানান, সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হরিণ ও বন্যপ্রাণী শিকার এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে সীমিত করা হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ছুটি দেওয়া হবে না।

তিনি আরও জানান, ঈদের বিশেষ এই সময়টাতে শিকারিদের অপতৎপরতা বন্ধ এবং অগ্নিসন্ত্রাসীদের নাশকতারোধে রেঞ্জের সব স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। এছাড়া বিশেষ টহল কার্যক্রম পরিচালনারও নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সকালে সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে গিয়ে দেখা যায়, ঈদের ছুটিতে বাড়িতে না গিয়ে পরিবার-পরিজন ছেড়ে সুন্দরবনে কাজ করছেন বনরক্ষীরা।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, সুন্দরবনের চাকরিতে প্রায় ঈদেই ছুটি মেলে না। বিশেষ করে রোজার ঈদে তারা বাড়িতে যেতে পারেন না। পরিবার ছাড়া ঈদ করা খুবই কষ্টের। তবে মানিয়ে নিতে হয়। একসময় খারাপ লাগত। এখন আর লাগে না।

বিজ্ঞাপন

এই বন কর্মকর্তা অভিযোগ করে বলেন, ‘সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নানা ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। কিন্তু বনবিভাগ সব ক্ষেত্রে ব্যতিক্রম। দুর্গম ও ভয়ঙ্কর বনাঞ্চলে বনপ্রহরীদের সবসময় জীবন বাজি রেখে দায়িত্ব পালন করতে হয়। বেতন ছাড়া অন্য তেমন কোনো সুযোগ-সুবিধা নেই বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের।’ তিনি বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের রেশন ও ঝুঁকি ভাতা প্রদানের দাবি জানান সরকারের কাছে।

সারাবাংলা/পিটিএম/পিটিএম

ছুটি বাতিল টপ নিউজ বনকর্মী সুন্দরবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর