Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আটক ছয় জেলেকে ২৮ দিন পর ফেরত দিল আরাকান আর্মি

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ২১:১৭ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ২৩:১১

ছয় জেলেকে ২৮ দিন পর ফেরত দিয়েছে আরাকান আর্মি

কক্সবাজার: মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা বাংলাদেশি ছয় জেলেকে ২৮ দিন পর ফেরত আনল বিজিবি। শনিবার (২৯ মার্চ) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয়।

ফেরত আসা জেলেরা হলেন— টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মৃত জাফর আলমের ছেলে মো. সোহেল (১৮), মৃত মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইসমাইল (৪০), সামসুল আলমের ছেলে মো. জসিম (১৯), হোসেন আহমেদের ছেলে মো. হোসেন আলী (১৪), ছৈয়দ আহম্মেদের ছেলে মো. শফিক (৩৩) ও দক্ষিণ জালিয়াপাড়ার মো. আনোয়ারের ছেলে মো. শাহীন (১২)।

বিজ্ঞাপন

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারুক হোসেন খান বলেন, গত ১ মার্চ বিকেলে টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় ইঞ্জিনচালিত বাংলাদেশি দুই নৌকা ভুলবশত জলসীমার মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়ে। এতে চলমান সংঘাতের প্রেক্ষিতে মিয়ানমারের সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা নৌকা দুইটিসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়। এরপর গত ২৫ মার্চ নাফ নদীতে মাছ ধরার আরও এক জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

তিনি আরও বলেন, ঘটনা অবহিত হওয়ার পর থেকে বিজিবি ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেদের ফেরত আনতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আরাকান আর্মি আটক থাকা বাংলাদেশি এসব জেলেদের ফেরত দিতে সম্মত হয়।

লে. কর্নেল ফারুক হোসেন খান জানান, বাংলাদেশি জেলেদের ফেরত আনার পর তথ্য সংগ্রহ করা হয়। পরে এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

আটক আরাকান আর্মি কক্সবাজার জেলে ফেরত বাংলাদেশি জেলে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর