Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতেও সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ, নেই যানজট

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ২২:০৫ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ২৩:১১

রাতেও যানবাহনের চাপ আছে, তবে নেই যানজট। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: ঈদুল ফিতরের ৯ দিনের ছুটি পেয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কর্মস্থল থেকে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে সারাদিনের মতো রাতেও যানবাহনের চাপ রয়েছে। তবে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট বা ধীরগতি। এতে স্বস্তিতে ফিরছেন ঘরমুখো মানুষ।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোল-চত্ত্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

ঢাকা থেকে ছেড়ে আসা এসআই এন্টারপ্রাইজের বাসচালক আজাদ রহমান বলেন, ঈদ আসলেই যানজটের কারণে আমরা সবাই এই মহাসড়ক নিয়ে একটা আতঙ্কের মধ্যে থাকি। কিন্তু এবার কোনো যানজট বা ধীরগতি না থাকায় খুব স্বাভাবিকভাবেই চলাচল করতে পারছি।

হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় কথা হয় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী দেশ ট্রাভেলস পরিবহণের এক যাত্রী ছানোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে বাড়িতে যাচ্ছি। গত কয়েকবছর ঈদে এই মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকতে হয়েছে। কিন্তু এবার কোনো যানজট না থাকায় খুব দ্রুত বাড়িতে চলে যাব আশা করছি।

মোটরসাইকেল-পিকআপ এবং ট্রাকের আধিপত্য দেখা যাচ্ছে। ছবি: সারাবাংলা

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ঈদযাত্রায় মহাসড়কে গত কয়েক দিনের তুলনায় আজকে কয়েকগুণ বেড়েছে যানবাহনের চাপ। আজ সকাল থেকেই যানবাহনের প্রচুর চাপ দেখা যাচ্ছে। তবে সারাদিনের মতো রাতেও যানবাহনের প্রচুর চাপ রয়েছে এই মহাসড়কে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যমুনা সেতু পশ্চিম মহাসড়কসহ জেলার চারটি মহাসড়কে এক হাজার ৭০ জন পুলিশ মাঠে কাজ করছে। এর মধ্যে জেলা পুলিশ ৬৪৮, হাইওয়ে পুলিশ ৩২২ ও এপিবিএন ১০০ জন রয়েছে। পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের গোয়েন্দা শাখাসহ সেনাবাহিনী মহাসড়কের সার্বিক নিরাপত্তায় রয়েছে। সেই সঙ্গে মহাসড়কে ৪৫টি মোবাইল টিম ও ৫৬টি পিকেট টিম, যান চলাচল মনিটর করতে হাটিকুমরুল গোলচত্বর ও ঝাঐল ওভারব্রিজে দুটি ড্রোন ক্যামেরা প্রস্তুত রয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন অপসারণে বিভিন্ন স্থানে রাখা হয়েছে রেকার।

সারাবাংলা/এইচআই

ঈদ ঈদযাত্রা উত্তরের ঈদযাত্রা যানজট সিরাজগঞ্জের মহাসড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর