চুয়াডাঙ্গায় ২ দিনব্যাপী সারাবাংলা ৮৮ জেলা প্যানেলের উদ্যোগে সামাজিক সহায়তা কর্মসূচি
২৯ মার্চ ২০২৫ ২৩:০৮
চুয়াডাঙ্গা: ‘বন্ধু আমরা ৮৮, সুখে-দুঃখে পাশাপাশি; বন্ধুত্ব ও মানবতা এ স্লোগানকে হৃদয়ে ধারণ করে সারাবাংলা ৮৮ (এসএসসি ৮৮ ব্যাচ) চুয়াডাঙ্গা জেলা প্যানেলের পক্ষ থেকে বন্ধু স্বাবলম্বী প্রকল্পের সহায়তায় সামাজিক কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা ভি.জে.সরকারি উচ্চ বিদ্যালয় অডিটিরিয়মে সারাবাংলা ৮৮ জেলা প্যানেলের কো-অর্ডিনেটর ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে তিনি এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধু স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে বন্ধু ও সামাজিক সহায়তা কর্মসূচি এবং চুয়াডাঙ্গা জেলা প্যানেলের সামাজিক কার্যক্রম সম্পর্কে উপস্থিত উপকারভোগীদের ধারণা দেন।
তিনি বলেন, ২০২১ সাল থেকে সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেল এই জনপদে বন্ধুসহ বিভিন্ন দুস্থ অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। গচ্ছিত অর্থের অপব্যয় না করে ক্ষুদ্র জনগোষ্ঠীর উপকারে কিভাবে সেটা কাজে লাগানো যায় তার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। সন্তানদের লেখাপড়ার খরচ, ক্যান্সার রোগীর চিকিৎসা খরচ, রিকশাভ্যানসহ বিভিন্ন মানবিক ও স্বাবলম্বী কাজে অর্থ সাহায্য করা হচ্ছে। ঈদের আগে উপহার দেওয়া খাদ্য সামগ্রী দিয়ে প্রায় কয়েকদিন তাদের খাদ্যে তালিকার অধিকাংশ পূরণ হবে এবং তারা পরিবারের সদস্যদের নিয়ে হাসিমুখে ঈদ উদযাপন করতে পারবে।
অনুষ্ঠানে ৮৮ বন্ধু ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ উপস্থিত থেকে নারী-পুরুষদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময়ে উপস্থিত ছিলেন প্যানেলের প্রধান উপদেষ্টা প্রকৌশলী শামীমুর রহমান রুমেল, যুগ্ম-কোর্ডিনেটর গোলাম হোসেন আবির, ডা.ওয়ালিউর রহমান নয়ন, জ্যেষ্ঠ সাংবাদিক রিফাত রহমান, শফিকুল ইসলাম জিন্নাহ, উজিরপুরের গ্রাম্য চিকিৎসক একরামুল হক, হামিদুল ইসলাম সেন্টু, জ্যেষ্ঠ সাংবাদিক মুন্সী মাহাবুবুর রহমান বাবু, শারমিন দিলারা লুনা, চুয়াডাঙ্গা অগ্রণী ব্যাংকের এজিএম শামসুন্নাহার পরী, ফৌজিয়া আক্তার তুলি, ইমরান হোসেন, জাহাঙ্গীর হোসেন লিটন, এমদাদ হোসেন, শাহজাহান ঝন্টু, আমির খসরু, আব্দুল মজিদ, কামরুল হাসান হিরো, আক্তারুজ্জামান সাক্কু, হাসানুজ্জামান পলাশ, সাজ্জাদ হোসেন, আখতার হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, ইসমাইল হোসেন, সাহেল আহম্মেদ সজল, সাব্বির হোসেন, ইমরোজ মোল্লা, নাসির হোসেন, আব্দুর রকিব, বিপুল, আশরাফুল আলম খোকন, আজিম উদ্দিন আজিম, জাহাঙ্গীর আলম ও মোজাম্মেল হক নেন্টু প্রমুখ।
এ ছাড়া বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন ডা. শফিউজ্জামান সুমন।
শনিবার (২৯ মার্চ) সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ায় অধ্যাপক মরহুম ওয়াজেদ আনোয়ারুল কাদিরের বাড়ি চত্বরে ১৭০ দুস্থ পরিবারের জন্য খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। এ সময় সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের কো-অর্ডিনেটর ডা.সায়ীদ মেহবুব উল কাদির ও অন্যন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে এ পর্যন্ত এ জেলায় ৬৯টি সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠান চুয়াডাঙ্গা জেলা প্যানেল করেছে। সে কারণে সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশের মধ্যে চুয়াডাঙ্গা জেলা প্যানেল চ্যারিটি কাজে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে। বন্ধুদের ঐকান্তিক সহযোগিতায় সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেল (এসএসসি ১৯৮৮ ব্যাচ) সমাজের জন্য কাজ করে যাচ্ছে।