Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপিকে সংগঠন হিসেবে ব্যর্থ বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ২৩:১০ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১০:১৭

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ছবি: সংগৃহীত

নোয়াখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে সে রাজনৈতিক দল নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে। তারা সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে। তা এ দেশের মানুষ ভালোভাবেই বুঝতে পেরেছে।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর সোনাপুর এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নাছির উদ্দীন বলেন, ‘নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), তারা বিভিন্ন সময়ে দ্বিতীয় রিপাবলিবের কথা বলেছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন কথাবার্তা বললেও এখন তারা তাদের নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্যই এসব কথা বলছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যতম বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সামগ্রিক আলাপ-আলোচনার মধ্যে থাকলেও তারা কিন্তু মাঠে-ময়দানে নির্বাচনের রাজনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত। ভেতরে ভেতরে তারা আসন ভাগাভাগি ও নির্বাচনে কীভাবে জয়লাভ করবে সেসব বিষয়ে নেগোসিয়েশন করছে।’

নাছির আরও বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের চার নেতা ভিন্ন ভিন্ন যে বক্তব্য দিয়েছেন, এটি সাংগঠনিক কাঠামোর পরিপন্থি। আমরা মনে করি সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একইসঙ্গে হওয়া উচিত।’

সারাবাংলা/পিটিএম

এনসিপি ছাত্রদল সাধারণ সম্পাদক টপ নিউজ নাসির উদ্দীন