খুলনা: খুলনায় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (৩০ মার্চ) মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এতে দুই পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওই বাড়িতে সন্ত্রাসীরা মিটিং করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসীরা ভেতর থেকে আমাদের ওপর গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’