Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে ৩ উপজেলায় ঈদ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১২:২৬

ঈদের জামাতে নামাজরত অবস্থায় মুসল্লিরা। ছবি: সংগৃহীত

পিরোজপুর: সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছেন পিরোজপুরের ৩ উপজেলার ১১ গ্রামের সহস্রাধিক পরিবার। রোববার (৩০ মার্চ) ওই সব পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছেন বলে তারা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, খন্দকার বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ আদায় হয় রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে। জেলার মঠবাড়িয়া উপজেলার ৬টি গ্রাম, কাউখালী উপজেলার ২টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রাম, পিরোজপুর সদরের ২টি গ্রামে এ ঈদ উৎসব পালন হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জেলার মঠাবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়ার ছয় গ্রামের প্রায় ছয় শতাধিক, জেলার কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের প্রায় ৭৫-৮০ পরিবার, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৫০ পরিবার, জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা গ্রামের প্রায় ৬০ পরিবার ঈদ পালন করছেন।

কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেলতলা গ্রামের স্থানীয় পল্লী চিকিৎসক মারুফ হোসেন জানান, বেলতলার মোল্লা বাড়ি জামে মসজিদের ঈদের নামাজের ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন সিকদার পান্না। সেখানে সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পুরুষ ঈদের নামাজ আদায় করেছেন। এ ছাড়া একই উপজেলার আয়রন গ্রামেও একটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, জেলার মঠবাড়িয়ায় রোববার (৩০ মার্চ) ৬ শতাধিক পরিবার ঈদ পালন করেন। আর এ উপলক্ষে ওই দিন উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, মাপলেজা, ঝাটিবুনিয়া, চরকগাছিয়া, খেতাছিড়া, সদর ইউনিয়নের সবুজ নগরের ৭ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সৌদি আরবের সাথে মিল রেখে ওই দিন স্থানীয় ৭টি মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

জেলার নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের পল্লী চিকিৎসক মো. হুমায়ুন কবির জানান, তারা প্রায় অর্ধশত পরিবারের ৬০ নারী ও পুরুষ স্থানীয় খেজুরতলা বাজারের আল-আমি মসজিদে রোববার (৩০ মার্চ) সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেছেন। ওই নামাজে ইমামতি করেন স্থানীয় স্কুল শিক্ষক মাওলানা মো. কামরুজ্জামান।

তারা গত ১৭ বছর ধরে এ মসজিদে ঈদের নামাজ জামায়াতের সাথে আদায় করছেন। তিনি আরও জানান, তারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা শুরু করেছিলেন। আর সে অনুযায়ী শনিবার (২৯ মার্চ) তাদের ২৯টি রোজা পূর্ণ হওয়ায় রোববার (৩০ মার্চ) তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মসজিদের সামনের অংশে নামাজ আদায় করছেন পুরুষ মুসল্লিরা। আর পিছনের অংশে (বারান্দায়) কাপড় দিয়ে আটকে পর্দা বেস্টিত করে নামাজ আদায় করছেন নারীরা।

ওই নামাজে অংশ নেয়া স্থানীয় নারীরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকলে এক সাথে নামাজ আদায় করছি। নামাজ শেষে ঈমামের নেতৃত্বে বিশ্বের সকল নর-নারীর মঙ্গল কমনা করে দেয়া করা হয়।

উল্লেখ্য, শুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে রমজান (ঈদ-উল-ফিতর) ও কোরবানীর (ঈদ-উল-আযহা) দুই ঈদ পালন করে থাকেন।

সারাবাংলা/এনজে

ঈদ উদযাপন নামাজ পিরোজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর