Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ২০ বছরে ঈদযাত্রা এতো স্বস্তির হয়নি: সড়ক উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১৩:৫১ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৬:১৬

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

ঢাকা: গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, ঘরমুখো মানুষের এই স্বস্তি সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।

রোববার (৩০ মার্চ) সকাল ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, আপনারা সবাই জানেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসেছে যে এবারের ঈদযাত্রা বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে স্বস্তির হয়েছে। অতীতে কখনও এত সহজে ঈদযাত্রা হয়নি। এটা সম্ভব হয়েছে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে। আমরা এবার কোনো দফতর হিসেবে নয়, সরকার হিসেবে কাজ করেছি। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশ সবাই একসঙ্গে কাজ করেছে।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, শ্রমিক এবং মালিক অসাধারণ একটা কাজ করেছে। আমরা বলেছি যে এটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা একা করতে পারব না। তারা পূর্ণ সহযোগিতা করেছেন বলেই এটা সম্ভব হয়েছে।

এ সময় বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসিন বলেন, আমরা কাজ করছি দেশর স্বার্থে এবং সরকার একযোগে কাজ করছে। বিআরটিএ, সড়ক, মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, আমরা সবাই মিলে এক হয়ে কাজ করেছি যাতে মানুষজন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। বিআরটিএ’র পক্ষ থেকে প্রত্যেকটি টার্মিনালে ম্যাজিস্ট্রেট কাজ করছে। আমাদের ভিজিলেন্স টিম আছে। যেকোনো জায়গায় অতিরিক্ত ভাড়ার খবর আমরা পাচ্ছি সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/জেআর/ইআ

ঈদযাত্রা উপদেষ্টা ফাওজুল কবির খান সড়ক উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর