Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১৪:০৫ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৪:০৮

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ। ছবি: সংগৃহীত

রংপুর: সারাদেশের মতো বিভাগীয় শহর রংপুর ও আশেপাশের উপজেলা, ইউনিয়ন পর্যায়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে ঈদগাহগুলো।

এবারে রংপুরে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে একই সময় জেলা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এতে ঈমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বায়েজিদ হোসাইন।

এবারে কালেক্টরেট মাঠে রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য কেউ নামাজ আদায় না করলেও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ বিশেষ ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে।

রংপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মিজানুর রহমান মিজু জানান, সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে কয়েকদিন ধরে ঈদগাহের কাজ চলছে। সময়মতো সব কাজ শেষ হবে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে মাওলানা কেরামত আলী (রঃ) মাজার সংলগ্ন রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠ, মুলাটোল হাফেজিয়া মাদ্রাসা মাঠ, নুরপুর, গনেশপুর ঈদগাহ, রংপুর সদর উপজেলা পরিষদ ঈদগাহ, তারাগঞ্জ, গংগাচড়া, মিঠাপুকুর, কাউনিয়া, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, ও কারবালা মাঠে। বদরগঞ্জ চান্দামারী কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও, দামোদরপুর বড় ময়দান, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, সদর উপজেলা পরিষদ ঈদগাহ, রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ, গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠ, ধাপ স্টাফ কোয়াটার জামে মসজিদ মাঠ, পশ্চিম নীলকন্ঠ ঈদগাহ, বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহসহ নগরীর ৩৩টি ওয়ার্ড এবং জেলার ৮ উপজেলার ৭৬টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মাঠে সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, রংপুর জেলার প্রায় ৫ হাজার মসজিদ সংলগ্ন এলাকার ঈদগাহ ও খোলা মাঠে ঈদের নামাজের সময় সূচি নির্ধারণ করা হয়েছে। ঈদের জামাত আদায়ের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ চলছে ঈদগাহগুলোতে। অন্যদিকে ঈদের নামাজ সুষ্ঠুভাবে আদায় করতে আইনশৃঙ্খলাসহ সকল বিষয়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ) হাবিবুর রহমান জানান, ঈদের জামাত নির্বিঘ্নে আয়োজনের জন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে পুলিশ থাকবে। প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে।

সারাবাংলা/এনজে

ঈদ জামাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর