Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১৪:৪১ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৬:১৫

ময়মনসিংহ: ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় একই পরিবারের চার জন নিহত হয়েছেন।

রোববার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার সাহেব কাচারি চন্দ্রপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), গৌরীপুর উপজেলার ভাঙনামারি চরের মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), নগরীর নাটকঘর লেনের সাইফুল ইসলামের মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)।

গৌরীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাজাহারুল আনোয়ার জানান, বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ থেকে আসার পথে ময়মনসিংহগামী অটোরিকসার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকসার ছয় যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন এবং অপর তিন জনকে ভর্তির পর একজন মারা যায়।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গৌরীপুর উপজেলার ভাংনামারী এলাকার নজরুল ইসলামের স্ত্রী শ্যামলী আক্তার (২০) ও একই এলাকার মানিকের মেয়ে মাহি (১৪)।

সারাবাংলা/ইআ

বাসচাপায় ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর