Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে প্রস্তুত রংপুরের বিনোদনকেন্দ্র, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১৬:৫২ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ১২:২৯

রংপুর চিড়িয়াখানা

রংপুর: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুরের বিনোদন কেন্দ্রগুলো। পুরাতন রাইড, কিডস জোন, গেমিং জোনগুলোকে সংস্কার ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে নান্দনিকভাবে সংযোজন করা হয়েছে নতুন জোন। এ ছাড়া প্রতিবন্ধী ও বয়স্কদের বাড়তি সুবিধাও রেখেছে কিছু বিনোদনকেন্দ্র। এদিকে উৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে নগর পুলিশ।

বিজ্ঞাপন

পর্যটন সংশ্লিষ্টরা জানান, রংপুরে বছরের অন্যান্য দিনের চেয়ে প্রতি ঈদেই চিড়িয়াখানা, চিড়িয়াখানা শিশু পার্ক, চিকলি ওয়াটার পার্কসহ রংপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের উপচেপড়া ভিড় হয়। তাই প্রতি ঈদের মতো এবারো বিনোদনপ্রিয় মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে ইতোমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে এসব বিনোদন কেন্দ্র। একইসঙ্গে শিশু কিশোরদের জন্য প্রস্তুত বিভিন্ন রাইড, কিডসজোনসহ ইনডোর গেমিং জোন।

বিজ্ঞাপন

চিকলি ওয়াটার পার্কের ম্যানেজার সরওয়ার জাহান শামীম জানান, ঈদে বিপুল সংখ্যক দর্শনার্থীর কথা মাথায় রেখে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য বিনা টিকেটে প্রবেশ ও বয়স্কদের জন্য পার্কের ভিতরে আলাদাভাবে পরিবহণের সুব্যবস্থাও করা হয়েছে।

রংপুর চিড়িয়াখানার কিউরেটর ডা. আম্বর আলী তালুকদার বলেন, প্রতি ঈদে যেহেতু চিড়িয়াখানাতে বেশি মানুষের সমাগম হয় সেজন্য আমরা ঈদের আগেই চিড়িয়াখানা পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সব কাজ সম্পন্ন করেছি।

এ ছাড়া দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় স্থান রংপুর শহরের ঐতিহাসিক প্রাসাদ তাজহাট জমিদারবাড়িও প্রস্তুত দর্শনার্থীদের জন্য।

তাজহাট জমিদার বাড়ির কাস্টোডিয়ান খায়রুল বাশার স্বপন বলেন, দর্শনার্থীদের বিনোদনের জন্য সকল ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এদিকে ঈদ উৎসবকে কেন্দ্র করে বিনোদন কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ নজরদারি রয়েছে বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) হাবিবুর রহমান।

তিনি বলেন, বিনোদন কেন্দ্রগুলোতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের নজরদারি রয়েছে। মানুষের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী, রংপুর জেলায় ২০টিরও বেশি বিনোদন কেন্দ্র রয়েছে। বিনোদনকেন্দ্রগুলোর পাশাপাশি সিনেমা প্রেমীদের জন্য সংস্কার করা হয়েছে রংপুরের সিনেমা হলগুলো।

সারাবাংলা/ইআ

ঈদে প্রস্তুত বিনোদনকেন্দ্র পর্যটন বিনোদনকেন্দ্রবিনোদনকেন্দ্র রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর