Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তি ও সমৃদ্ধি কামনা করে ঈদ শুভেচ্ছা স্থানীয় সরকার উপদেষ্টার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১৭:০১ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৮:৪৫

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় বলেন স্থানীয় সরকার উপদেষ্টা সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর ঈদ-উল-ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে।

তিনি বলেন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের ছিন্নমূল ও দরিদ্র মানুষের কথাও ভাবতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান জানান তিনি।

রোহিঙ্গাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আমাদের নিরাপদ এবং আনন্দময় এই ঈদে যেনো আমরা মনে রাখি বারো লক্ষাধিক মেহমান বিপদে পড়ে আমাদের দেশে আছে। তারা যেনো আগামী ঈদ নিজের দেশে করতে পারেন।

ঈদ আনন্দ সমবেতভাবে উদযাপন করতে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে চাঁদরাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাওয়া মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঈদের দিন পুরাতন বাণিজ্য মেলার মাঠে জামাত শেষে অনুষ্ঠিত হতে যাওয়া এক বর্ণাঢ্য আনন্দ মিছিল এবং দুই দিনব্যাপী ঈদ আনন্দ মেলায় অংশগ্রহণের আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

উপদেষ্টা বলেন, হাজার বছরের প্রাচীন এই ঐতিহ্য আবারও ফিরে এসেছে ঈদের আনন্দকে নতুন করে অনুভব করানোর জন্য। আসুন আমরা সবাই এই আয়োজনে অংশগ্রহণ করে ঈদের প্রকৃত সৌন্দর্য ও ইসলামী ঐতিহ্যের স্বাদ উপভোগ করি। আমাদের ঢাকাকে মার্জিত সংস্কৃতি আর ন্যায্যতার শহর হিসেবে গড়ে তোলার পথে আসুন সবাই এক সঙ্গে যোগ দিই সম্প্রীতির এই মিলনমেলা, ‘ঈদ আনন্দ মিছিল’ এ।

বিজ্ঞাপন

শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এদেশে দুর্নীতি ও অপরাধমুক্ত সমাজ ও সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

সারাবাংলা/জেআর/ইআ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঈদ শুভেচ্ছা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর