সোমবার (৩১ মার্চ) মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকা ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন নগরবাসী। পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপন করতে মানুষের আগ্রহের কমতি নেই। তবে গত কয়েক বছরে ঈদযাত্রায় মানুষের ভোগান্তির শেষ ছিল না। যানজট, অতিরিক্ত যাত্রী বোঝাই, নৌপথে অনিরাপদ যাত্রা, এসব মিলিয়ে ঈদের ছুটিতে বাড়ি ফেরা যেন এক রকম আতঙ্ক। কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। সড়কে নেই তেমন চাপ, বাস থেকে শুরু করে ট্রেন সব যানবাহনই সময়মতো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। শেষ মুহূতে যাত্রীচাপ তুলনামূলক বাড়লেও সময়মতো ছাড়ছে গাড়ি। সব মিলে এবারের ঈদযাত্রা ঘরমুখো মানুষের কাছে ছিল স্বস্তির। রাজধানীর টঙ্গী জংশন রেলওয়ে স্টেশন ও সদর ঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে ছবিগুলো তুলে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প
নগরবাসীর ঈদযাত্রা
সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ২১:০৬
৩০ মার্চ ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ২১:০৬
সারাবাংলা/এইচআই