Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশরাকের নেতৃত্বে ঢাকা সিটি করপোরেশন ঘুরে দাঁড়াবে: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১৮:৪০ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ২১:০৬

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি বিশ্বাস করি ইশরাকের নেতৃত্বে ঢাকা সিটি করপোরেশন ঘুরে দাঁড়াবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আদালতে রায়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং সাবেক কাউন্সিলর মির্জা খোকন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের নিজ বাসভবনে এ শুভেচ্ছা জানান তিনি। গত ২৭ মার্চ আদালতের রায়ে মেয়র পদ ফিরে পাওয়ার পর মির্জা আব্বাসের বাসায় দোয়া নিতে যান ইশরাক হোসেন।

এ সময় মির্জা আব্বাস বলেন, প্রয়াত সাদেক হোসেন খোকা আমার বন্ধু ছিল। ইশরাক আমার সন্তানের মত। আমি বিশ্বাস করি ইশরাকের নেতৃত্বে ঢাকা সিটি করপোরেশন ঘুরে দাঁড়াবে। নগরবাসীর দীর্ঘদিনের নাগরিক সমস্যা, যানজট, ড্রেনেজ, স্যুয়ারেজ, অবৈধ দখল মুক্ত করে নাগরিক জীবনে সকল সুবিধা নিশ্চিত করতে সক্ষম হবে।

তিনি বলেন, সিটি নির্বাচনের সময় আওয়ামী লীগ ভোট কারচুপি করে ইশরাককের জয় ছিনিয়ে নেয়। আদালতের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এজন্য শুকরিয়া জানাই।

সারাবাংলা/এফএন/এইচআই

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা সিটি করপোরেশন মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর