ঈদের ছুটিতে রাজধানীর হাসপাতালগুলো যেভাবে সেবা দেবে
৩০ মার্চ ২০২৫ ১৮:৫৭ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ২১:০৬
ঢাকা: রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। এবার ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৯ দিনের ছুটি পেয়েছেন কর্মজীবিরা। কিন্তু সকল পেশায় ছুটি মেলে না। পুলিশ, সাংবাদিকদের পাশাপাশি চিকিৎসকরাও সকলে ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারেন না। দীর্ঘ ছুটিতে সেবা দিতে বিশেষ শিডিউল করে নিয়েছেন হাসপাতালগুলোর চিকিৎসক, নার্স ও কর্মীরা। রাজধানীর হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটিতে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলো সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
কম খরচে ভাল চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে অনেকেই রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বেছে নেন। পর্যাপ্ত চিকিৎসক, নার্স, সেবার পরিধি থাকায় যেকোনো রোগের চিকিৎসায় ছুটে আসেন এই হাসপাতালে। তাই ঈদের দীর্ঘ ছুটি চলাকালীন সময়ে মানুষের সেবা দিতে পর্যাপ্ত জনবল রাখা হয় এই হাসপাতালে। আলাদা রোস্টার করে চিকিৎসক, নার্স ও সহায়তা কর্মীদের রাখা হয় ডিউটিতে। বিশেষ করে জরুরি বিভাগ, ওটি ও ইনডোরে নিয়মিত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মাচারীরা সেবা দেবেন। এবারো ঈদকে কেন্দ্র করে দৈনিক এক হাজার জনবল কর্মরত থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি এক সংবাদ ব্রিফিং এ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। ছুটি চলাকালীন সময়ে প্রতিদিন ১৫০ জন ডাক্তার, ৫০০ নার্স ও অন্য কর্মচারীরা মিলে এক হাজারের বেশি জনবল নিয়োজিত থাকবে। আমরা প্রয়োজনীয় ওষুধের সরবরাহও নিশ্চিত করেছি। ঈদের ছুটিতে সেবা দিতে প্রস্তুতি রয়েছে রাজধানীর পিজি হাসপাতালে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রমের সেবাও চলবে যথারীতি। রোগীদের সুবিধার্থে ২ এপ্রিল খোলা থাকবে বহির্বিভাগ। তবে ঈদুল ফিতর উপলক্ষ্যে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০, ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল। ঈদের ছুটিতে রোগীদের জন্য ঢাকায় বিশেষায়িত হাসপাতাল-জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানেও প্রতিদিন ১৫ জন চিকিৎসক কর্মরত থাকবেন।
কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন ১৫ জন করে চিকিৎসক ডিউটিতে থাকবেন। এর বাইরে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্যও পৃথক চিকিৎসক টিম রাখা হয়েছে। প্রস্তুত রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালও। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মেজবাহুর রহমান গণমাধ্যমকে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানেও জরুরি বিভাগসহ ইনডোর চলবে। ঈদের দীর্ঘ ছুটিতে নিরবচ্ছিন্ন স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ডের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, নিউরো সায়েন্স হাসপাতাল, কিডনি হাসপাতাল, হৃদরোগ ইনস্টিউট বিশেষ ব্যবস্থায় সেবা দেবে।
ঈদের সময়ে সেবা দিতে বিশেষ রোস্টার করেছে বেসরকারি হাসপাতালগুলোও। স্কয়ার, ল্যাবএইড, পপুলার, ইউনাইটেড, আজগর আলী, ইসলামী হাসপাতালসহ প্রায় সকল হাসপাতালই খোলা থাকবে এবং চিকিৎসকরা বিশেষ ডিউটি করে সেবা দেবেন।
সারাবাংলা/এইচআই