Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির নেতারা কে কোথায় ঈদ করবেন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ২০:০২ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ২২:৩৪

নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আখতার হোসেন

ঢাকা: জুলাই আন্দোলনের চেতনায় গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণপ্রজন্ম দ্বারা এ দল গঠনের কিছুদিনের মধ্যেই শুরু হয় রোজা। রাজনৈতিক কর্মকাণ্ড বলতে, রমজানজুড়ে দলটির নেতাকর্মীরা ইফতার মাহফিলকেন্দ্রিক কর্মব্যস্ততায় সময় পার করছেন।

জুলাই আগস্টে শহিদ ও আহতদের পরিবার নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছিলে দলটি। দলটির অধিকাংশ নেতা নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করতে এরই মধ্যে বাড়ি পৌঁছেছেন। সেই সঙ্গে নিজ নিজ এলাকায় ভোটকেন্দ্রিক জনসংযোগ করবেন বলেও জানা গেছে ।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি আসনকেন্দ্রিক তৎপরতা এখনো দৃশ্যমান না হলেও ঢাকা-১১ আসন থেকে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বাড্ডা, ভাটারা, রামপুরা, বনশ্রী এলাকা (ঢাকা দক্ষিণ সিটির ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড) নিয়ে গঠিত এই আসনটি। নাহিদের বাড়ি ঢাকার দক্ষিণ বনশ্রীতে। তাই ঈদে তাকে ঢাকাতেই পাওয়া যাবে।

হাসনাত আবদুল্লাহ

দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। গত কয়েক মাসে এলাকায় বিভিন্ন সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন হাসনাত। হাসনাত নির্বাচনি এলাকার মানুষের সঙ্গেই ঈদ করবেন বলে জানা গেছে।

সারজিস আলম

সম্প্রতি শতাধিক গাড়িবহর নিয়ে নিজের জেলায় নির্বাচনি প্রচারাভিযানে গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ সংসদীয় আসন থেকে তিনি সংসদ নির্বাচন করতে চান। এখন নির্বাচনি আসনের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করছেন, মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর চেষ্টা করছেন। ঈদে নিজ গ্রামেই সারজিসের এই তৎপরতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গত ২৬ মার্চ নিজ এলাকা চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক ইফতার অনুষ্ঠানে অংশ নেন। হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-৫ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী নাসীরুদ্দীন।

আখতার হোসেন

দলের সদস্যসচিব পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে প্রার্থী হতে পারেন। নির্বাচনি এলাকায় আখতারের যাতায়াত আছে। ঈদকেন্দ্রিক জনসংযোগেও দেখা যেতে পারে।

সামান্তা শারমিন

ভোলা সদর উপজেলা নিয়ে গঠিত ভোলা-১ আসন থেকে নির্বাচন করতে পারেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। গত কয়েক মাসে ভোলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।

নুসরাত তাবাসসুম

এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-১ আসনে প্রার্থী হতে চান। সেই লক্ষ্যে এলাকার মানুষের সঙ্গে সংযোগ বাড়াচ্ছেন তিনি। ঈদেও এলাকায় বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা যেতে পারে।

সারোয়ার তুষার

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী থেকে নির্বাচন করতে আগ্রহী। গত কয়েক মাসে তিনি নরসিংদীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। নরসিংদী-২ আসনেকেন্দ্রিক তৎপরতা তার বেশি। ঈদের দিন তিনি নিজ এলাকায় শহিদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন।

আরিফুল ইসলাম আদীব

ঢাকা-১৪ আসন থেকে নির্বাচন করতে চান এনসিপির আরেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এই আসনটি ঢাকার উত্তর সিটির ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড ও সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনের যারা জুলাই অভ্যুত্থানে শহিদ হয়েছেন, তাদের পরিবারকে ঈদ উপহার পৌঁছে দেওয়া এবং ঈদের আগে-পরে কিছু বাসায় যাওয়ার কথা ভাবছেন তিনি। পাশাপাশি নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করবেন তিনি।

আবদুল হান্নান মাসউদ

আলোচিত এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বেশ সক্রিয়। এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানেও তিনি কাজ করছেন। এখন ইউনিয়ন পর্যায়ে সমাবেশ করছেন। ঈদকে কেন্দ্র করে জনসংযোগ জোরদার হচ্ছে বলে জানা গেছে।

আকরাম হুসেইন

ঢাকা-১৩ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আকরাম হুসেইন ঈদুল ফিতরের সময় জনসংযোগ ছাড়াও বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন।

সারাবাংলা/এফএন/এইচআই

ঈদ এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী নাহিদ ইসলাম সারজিস হাসনাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর