Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা বিতর্কের ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই: ধর্ম উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ২০:৫০ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ২২:৩৬

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা বিতর্কের ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই। রোববার (৩০ মার্চ) বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তাই আমরা এ বিতর্কে জড়াতে চাই না।’

রোববার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক জেলায়ও ঈদ উদযাপন হয়েছে। তাই সৌদির সঙ্গে মিল রেখে দেশব্যাপী পবিত্র ধর্মীয় অনুষ্ঠানাবলী পালন করা যায় কি না?- এমন প্রশ্নের জবাবে খালিদ হোসেন বলেন, ‘আমরা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ভাঙ্গি। দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস হয়ে আসছে। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় রইয়ত বা দৃষ্টিগোচর হওয়া। দীর্ঘদিন ধরে এভাবেই ধর্মীয় অনুষ্ঠানা পালন হয়ে আসছে। সুতরাং সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিতর্কে হাত দিতে চাচ্ছি না। আমরা বিতর্কের ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই। শুধু চাঁদ দেখা নয়, যেসব জায়গায় বিতর্ক তৈরি হবে আমরা সচেতনভাবে সেগুলো এড়িয়ে যেতে চাই।’

এর আগে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ ধর্ম উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর