Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের যেসব জায়গায় আগাম ঈদ উদযাপিত হলো

সারাবাংলা ডেস্ক
৩০ মার্চ ২০২৫ ২১:৪৪ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ০৯:১৪

ঈদের জামাত

সারাবাংলা: ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশে আগামীকাল সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। তবে সৌদি আরবে সঙ্গে মিল রেখে রোববার (৩০ মার্চ) দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপিত হয়েছে।

সারাবাংলার ডিস্ট্রিক্ট করসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে আগাম ঈদ…

শরীয়তপুর: শরীয়তপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগেুলোর সঙ্গে মিল রেখে একদিন আগেই সুরেশ্বর দরবার শরীফে ৩০টি গ্রামের মুসল্লির অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
নামাজ শেষে রোজা কবুলের দোয়া ও বিশ্ব উম্মাহর জন্য শান্তি কামনা করেছেন দরবার শরীফের ভক্ত-অনুরাগী মুসল্লিরা। সকাল সাড়ে ৯টায় দরবার শরীফের ঈদগাহ মাঠে পৃথকভাবে অনুষ্ঠিত জামায়াত দুইটিতে বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত ও সুরেশ্বর দরবার শরীফের আশেপাশের প্রায় সাড়ে ৩ হাজার মুসল্লি অংশ নিয়েছেন।

প্রায় ১০০ বছরের ঐতিহ্য হিসেবে পালিত পবিত্র ঈদুল ফিতরের পৃথক জামায়াত দু’টিতে ইমামতি করেছেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন।

জানা যায়, জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধক কর্তৃক শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরীফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছেন সারাদেশে। পিরোজপুর, ভোলা, মাদারীপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, নেত্রকোণাসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই রোজা ও ঈদ পালন করে থাকেন। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ্, চন্ডিপুর ও ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ ৩০ গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল ফিতর পালন করছেন।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম: সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের পাঁচ উপজেলায় কয়েকটি গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলার পাঁচটি উপজেলার পাঁচটি গ্রামে প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

খোঁজ নি‌য়ে জানা গে‌ছে, সকাল ৯টায় জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা ও ছিট পাইকের ছড়া গ্রামের নারী-পুরুষ ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়া ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ফুলবাড়ি উপজেলা সদর ইউনিয়নের মাঝিটারী, রাজিবপুর উপজেলার করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসা মাঠ, চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের হাজিপাড়া দারুসুন্নাহ মাদরাসা ও ইতিম খানা ঈদগা মাঠ এবং রৌমারী উপজেলার গয়টাপাড়া গ্রামে।

পাবনা: মধ্যেপ্রাচ্যর দেশগুলোর সঙ্গে মিল রেখে পাবনা সুজানগর উপজেলার দুলাই বদনপুর গ্রামে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় দুলাই ইউনিয়নের বদনপুর নকিবিয়া দরবার শরীফে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন আশপাশের এলাকাসহ বদনপুর গ্রামের ৫০ থেকে ৬০টি পরিবারের ধর্মপ্রাণ মুসল্লিরা।

জানা গেছে, প্রায় দুই যুগ ধরে বদনপুর নকিবিয়া দরবার শরীফের অনুসারীরা এখানে এসে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ঈদুল ফিতর নামাজে ইমামতি করেন গৌরিগ্রাম ফাতেহা সিনিয়র মাদরাসার ধর্মীয় শিক্ষক মওলানা আবুল কালাম আজাদ।

লালমনিরহাট: ‎সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদের আগের দিনই ঈদ উদযাপন করছেন লালমনিরহাটের ৫ উপজেলার ১০ গ্রামের ২০ শতাধিক পরিবার। এতে ঈদের জামাতে মুসল্লি অংশগ্রহণের পাশাপাশি নারীরাও অংশ নেন। নামাজ আদায়ের সময় মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি মুন্সিপাড়া জামে মসজিদ, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট আহলে হাদিস জামে মসজিদ ও একই ইউনিয়নের বোতলা এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা। এছাড়াও পাটগ্রাম জোংগা ও বাউড়া, হাতীবান্ধার দইখাওয়াসহ বিভিন্নস্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার ঈদ উদযাপন করেছে। সকাল ৮ টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের কিছু মুসুল্লি ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।

নরসিংদী: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের আব্দুল্লাহ নগর মৌলভী বাড়ি দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারো ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

এদিন সকাল ১১টায় উপজেলার আব্দুল্লাহ নগর হযরত শাহ মোহাম্মদ মৌলভী আব্দুল হাফিজ দরবার শরীফ মাঠে চট্রগ্রামের চন্দনাইশ এলাহাবাদ জাঁহাগিরিয়া শাহ সূফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। ঈদের জামাতের ইমামের দায়িত্ব পালন করেন দরবার শরীফের খাদেম মাওলানা জহিরুল ইসলাম (ছোট্ট)।

এ ছাড়া সাতক্ষীরা, রংপুর, পিরোজপুর, নোয়াখালী, দিনাজপুর ও পটুয়াখালীর বিভিন্ন গ্রামে আজ ঈদ উদযাপিত হয়েছে।

সারাবাংলা/এইচআই

আগাম ঈদ ঈদ ঈদের জামাতে নরসিংদী পাবনা লালমনিরহাট শরীয়তপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর