ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। যেকোনো বয়সের নারী— বিশেষ করে কিশোরী ও তরুণীদের ঈদের অন্যতম আনন্দের অনুষঙ্গ মেহেদী দিয়ে নকশা আঁকা। এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে বলা চলে। ঈদ এলেই অনেকে একসঙ্গে মিলে আনন্দ করে মেহেদী দেওয়ার ধুম পড়ে ঘরে ঘরে। ছোটদের হাতেও মেহেদী দিয়ে নকশা এঁকে দেয় বড়রা। আবার বাণিজ্যিকভাবে বিভিন্ন বিউটি পার্লারেও হাতে মেহেদী দেওয়া হয়। ঈদুল ফিতর উপলক্ষ্যে হাতে মেহেদী দেওয়ার ছবিগুলো চট্টগ্রাম নগরীর মিমি সুপার মার্কেট ও ফরচুন মল থেকে তুলেছেন সারাবাংলার ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দী।
ছবির গল্প
মেহেদী রঙে জাগছে ঈদ আনন্দ
ফটোকরেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ২১:৫৫ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ০৯:১৪
৩০ মার্চ ২০২৫ ২১:৫৫ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ০৯:১৪
সারাবাংলা/পিটিএম