Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ২২:২৯ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৫:২৯

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় দুর্বৃত্তের গু‌লিতে মো. শাওন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩০ মার্চ) রাত পৌনে ৮ দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ রোডের বরফ কলের সামনে এ ঘটনা‌ ঘটে। আহত যুবক নগরীর নতুন বাজার লঞ্চ ঘাটের পাশে তরিক গলির বা‌সিন্দা মো. শুকুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতে ওই যুবক বা‌ড়ির পাশের এক‌টি চায়ের দোকানে ছিলেন। এ সময়ে তিনটি মোটরসাইকেলে এসে ছয়জন যুবক তাকে গু‌লি করে। গুলিটি তার ডান হাতে লাগে। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সনোয়ার হুসাইন মাসুম বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, ‘আহত যুবককে উদ্ধার করে চি‌কিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আসা‌মিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাসে মাঝারি দূষণ
৩ নভেম্বর ২০২৫ ১১:২৮

নিয়োগ দিচ্ছে সুলতান’স ডাইন
৩ নভেম্বর ২০২৫ ১১:২৩

আরো