রাজধানীতে নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
৩০ মার্চ ২০২৫ ২২:৩১ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৫:২৯
ঢাকা: রাজধানীর ডেমরা ডগাইর এলাকার একটি বাসা থেকে মাহফুজা বেগম লিপি (৪৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। রোববার (৩০মার্চ) বিকেলে পাড়া ডগাইর নতুন পাড়া এলাকার ওই বাসা থেকে বালিশচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
ডেমড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, স্বজনদের মাধ্যমে জানা গেছে, বিয়ের দশ বছরের মাথায় ওই নারীর স্বামী মারা যায়। তারপর থেকে সে একাই ওই বাড়িতে বসবাস করে আসছিল। মৃতের বাবা নূর মোহাম্মদ, যাত্রাবাড়ী এলাকায় থাকেন। ছোট বোন ফারজানা মালিবাগে থাকেন। গত তিনদিন ধরে লিপিকে ফোনে পাচ্ছিল না। রোববার দুপুরে স্বজনরা ডেমরা থানায় অভিযোগ করে। পরে থানা পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিছানায় বালিশচাপা অবস্থায় দেখতে পায়। এ সময় ঘরের দরজা খোলা ছিল। মৃতদেহে আংশিক পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, বালিশচাপা দিয়ে শ্বাষরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
ওসি আরও বলেন, স্বজনরা অভিযোগ করেছে, লিলির সঙ্গে তার শ্বশুর বাড়ির লোকজনের জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের কারণে লিপিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে চুরি ডাকাতির কোনো ঘটনা বা পূর্ব শত্রুতার জেরে ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা, এসব বিষয় নিয়ে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এইচআই
অর্ধগলিত অর্ধগলিত মরদেহ উদ্ধার খুন নিহত মরদেহ উদ্ধার রাজধানী হত্যা