Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে প্রস্তুত আড়াই হাজার ঈদগাহ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ২২:৪৬

নামাজের জন্য ঈদগাহ মাঠ প্রস্তুত

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলায় এবার আড়াই হাজার স্থানে ঈদুল ফিতরের ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর কাঁচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই মাঠে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় জামাতে হাফেজ মাওলানা আতিকুর রহমান।

এ ছাড়া সকাল ৭টায় আকুয়া বাইপাস মাদানীনূর মার্কাস মসজিদ মাঠে, নগরীর চকবাজার বড় মসজিদে সকাল সাড়ে ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ময়মনসিংহের অষ্টধারের চরশশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায় ও সকাল ১০ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরীর বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলার ১৪টি থানার সকল ঈদগাহ মাঠ ও মসজিদ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আনন্দ উৎসবে ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান ইসলামিক ফাউন্ডেশন পরিচালক মো. হাবেজ আহমেদ।

সারাবাংলা/এইচআই

ঈদগাহ ঈদের জামাত ঈদের নামাজ ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর