Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি অধ্যুষিত পর্তুগালের লিসবনে ঈদ উদযাপিত

আমিরুল ইসলাম নয়ন, পর্তুগাল
৩০ মার্চ ২০২৫ ২৩:২৬

পর্তুগালের লিসবনের মাতৃ মনিজ পার্কের মাঠে দেশটির সর্ব বৃহৎ ঈদের জামাত

পর্তুগাল থেকে: ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ উদ্দীপনায় পর্তুগালের রাজধানী লিসবন, ওডিভিলাস, কাসকাইস, দামাইয়া, বাণিজ্যিক বন্দর নগরী পোর্তো, পর্যটন নগরী আলগার্ভ, বিশ্ববিদ্যালয়ের শহর কোইমব্রা, কৃষি শহর ওডিমিরায়সহ সারাদেশের মুসলমানরা পালিত করল ঈদুল ফিতর।

বাংলাদেশি অধ্যুষিত পর্তুগালের লিসবনের মাতৃ মনিজ পার্কের মাঠে দেশটির সর্ব বৃহৎ ঈদের জামাত রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় প্রায় ১০ হাজার মুসল্লি।

বিজ্ঞাপন

লিসবন বায়তুল মোকারম মসজিদের খতিব অধ্যাপক মাওলানা আবু সায়িদ ঈদুল ফিতরের জামাত পরিচালনা করেন। নামাজ পূর্বে ঈদ উল ফিতরের তাৎপর্য নিয়ে বয়ান করেন মাওলানা আলাউদ্দিন।

পর্তুগালের নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের দূতালয় প্রধান গোলাম সারোয়ারসহ দূতাবাসের কর্মকর্তারা এবং পর্তুগাল কমিনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মানুষ অংশ নেন।

এ ছাড়াও বন্দর নগরী ও বাণিজ্যিক শহর পোর্তোর বাঙ্গালি অধ্যুষিত রুয়া দে লউরেইরোর হযরত হামজা (র.) মসজিদে ঈদ উল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হয়। এ সময় পোর্তোর বাংলাদেশ কমিনিটির নেতারাসহ ঈদের জামাত গুলোতে বাংলাদেশিদের পাশাপাশি ভারত, পাকিস্তান, মধ্য এশিয়া, আফ্রিকা এবং পশ্চিমা বিশ্বের বিভন্ন দেশের অন্যান্য কমিউনিটির ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি পেশার মুসলমানরা অংশ নেন।

ঈদ জামাতে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। সেইসঙ্গে ঈদের জামাতের পর ইসলামিক প্রচলিত প্রথা অনুযায়ী মুসল্লীরা কোলাকুলি এবং কুশল বিনিময় করে। তবে লিসবনের বাংলাদেশিদের দেশীয় ঐতিহ্যবাহী পাজামা, রঙ্গিন পাঞ্জাবিতে বাংলাদেশিদের ঈদের ময়দানের দিকে ছুটে চলা যেন বাংলাদেশের কথাই মনে করিয়ে দিল পর্তুগালের লিসবনের মাতৃ মনিজ পার্কের ঈদগাহ ময়দান। প্রবাসের বুকে যেন এক খণ্ড বাংলাদেশ।

বিজ্ঞাপন

এ ছাড়া লিসবনের সেন্ট্রাল জামে মসজিদ ও পোর্তোর হযরত বেলাল (রা.) জামে মসজিদে দুইটি করে, লিসবনের আলামেদা পার্ক মাঠে দুইটি, ওডিভিলাস ঈদগাঁও, দামাইয়া, আমাদোরা, রিবাইরালো, মিলপন্তেস, আলবুফেইরা, লংগাইরা, আলগ্রাব, ফারো, কাসকাইস, ওডিমিয়ারা খেলার মাঠ, কোইমব্রা জামে মসজিদে একটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই সকল ঈদ জামাতে পর্তুগালে বসবাসরত বিভিন্ন দেশের ধর্ম প্রাণ উল্লেখযোগ্য বিপুল সংখ্যক মুসলমান ঈদ উৎসব পালন করেন।

সারাবাংলা/এইচআই

ghG ঈদের জামাত পর্তুগাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর