Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় আরও ২ সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ০৪:১৩ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ০৪:১৬

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় আরও দুই স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩০ মার্চ) রাতে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের পূর্ব রূপসা এলাকার পৃথক দু’টি স্থানে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় রূপসার বাগমারা এলাকার বাসিন্দা রুবেল নামের এক যুবক সন্ত্রাসী হামলার হাত থেকে রক্ষা পেলেও রামনগর এলাকার রবিউল হক রবি নামের অপরজন গুলিবিদ্ধ হয়েছেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘দু’জনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রুবেলকে হত্যার উদ্দেশে বাগমারা বাসস্টান্ডসংলগ্ন ব্যাংকের মোড়ে আক্রমণ করে সন্ত্রাসীরা। মাগরিবের নামাজের সময় হওয়ায় রুবেল ঘটনাক্রমে সন্ত্রাসী হামলার হাত থেকে বেঁচে যায়। ওই সময়ে মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় সন্ত্রাসীরা পিস্তল বের করেও তাকে হত্যা করার জন্য গুলি করতে পারেনি। উপস্থিত জনতা বেশি থাকার কারণে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে পলিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এ মিশন ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা রামনগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল হক রবিকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়ে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তার বাম হাতে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।’

উল্লেখ্য, এর আগে রাত পৌনে ৮ দিকে দুর্বৃত্তের গু‌লিতে নগরীর রূপসা বেড়িবাঁধ রোডের বরফ কলের সামনে মো. শাওন নামে এক যুবক আহত হন। তাকে উদ্ধার করে চি‌কিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

গুলিবিদ্ধ সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর