Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলু কিনতে গিয়ে বাগবিতণ্ডা, বিক্রেতার হাতে ক্রেতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ০৪:২৫ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৫:২৯

নিহত আব্দুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় আলু কেনার সময় বাগবিতণ্ডায় আব্দুল্লাহ আল-মামুন (৫০) নামে এক ক্রেতা খুনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আর অভিযুক্তের নাম লক্ষ্মীপাশা চৌরাস্তার সবজি বিক্রেতা ইদ্রিস মিয়া।

রোববার (৩০ মার্চ) বিকেলে উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে অভিযুক্ত ইদ্রিস মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুল্লাহ আল-মামুন ফকির উপজেলার মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে। আর অভিযুক্ত ইদ্রিস মিয়া গোপিনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে আব্দুল্লাহ আল মামুন নামে ওই ব্যক্তি আলু কিনতে ইদ্রিস মিয়ার সবজির দোকানে যান। পরে আলুর দাম নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইদ্রিস মিয়া মামুনের মাথায় গামলা দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, ‘ঘটনার পরে দ্রুত সময়ের মধ্যে আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

ক্রেতা খুন টপ নিউজ নড়াইল সবজি বিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর