Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

স্পেশাল করেপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ০৮:৩৯ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ০৯:০১

বায়তুল মোকাররমে ঈদ জামাত। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাতের মধ্যে তিনি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এর পর পর্যায়ক্রমে সকাল ৮টায় দ্বিতীয় জামাত এবং সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

বিজ্ঞাপন

দুই রাকাত ওয়াজিব নামাজের পর খুতবা দেন ইমাম, এরপর হয় বিশেষ মোনাজাত। মোনাজাতে দেশের কল্যাণ কামনা ও ফিলিস্তিনি মজলুমদের জন্য দোয়া করা হয়। এ ছাড়া, মোনাজাতে গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। মুসল্লিরা অনেকেই চোখের জলে আল্লাহর ক্ষমা প্রার্থনা করেন।

প্রথম জামাত শেষে মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে।

অপরদিকে দ্বিতীয় জামাতে ইমাম হিসেবে সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেব প্রধান খাদেম মো. নাসির উল্লাহ দায়িত্ব পালন করেন। তৃতীয় জামাতে ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান এবং মুকাব্বির হিসেবে খাদেম মো. আব্দুল হাদী দায়িত্ব পালন করবেন।

চতুর্থ জামাতে ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ এবং মুকাব্বির হিসেবে খাদেম মো. আলাউদ্দীন দায়িত্ব পালন করবেন। পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমাম হিসেব ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হিসেব খাদেম মো. রুহুল আমিনের দায়িত্ব পালনের কথা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

ঈদের প্রথম জামাত বায়তুল মোকাররম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর