Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর ও ঈদ উৎসব উদযাপিত

ফ্রান্স থেকে নজমুল হক
৩১ মার্চ ২০২৫ ০৯:০৩

ঈদের জামাতে নামাজরত মুসল্লিরা। ছবি: সংগৃহীত

ধর্মীয় মর্যাদা আর উৎসব-আনন্দের মধ্য দিয়ে রোববার (৩০ মার্চ) ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

সকালে রোদ্র উজ্জল আবহাওয়ায় দীর্ঘ লাইনে দাড়িয়ে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। এবারে ঈদ সাপ্তহিক ছুটি দিন হওয়ায় ঈদ জামায়াতে লক্ষণীয় মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে । সকাল থেকেই প্রবাসী বাংলাদেশিরা দলে দলে আসতে থাকেন বাংলাদেশ কমিউনিটির মসজিদগুলোতে। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল পোনে আটটায়। সেখানে পরপর ৫টি জামাত অনুষ্ঠিত হয়। ৫টি জামাতে হাজার হাজার মুসল্লিদের পাশাপাশি নারী ও শিশুরাও অংশ নেয়। মসজিদ পরিদর্শন করেন স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র আইজুদ্দিন তাইবি, সহকারী মেয়র আব্দুল হক। এছাড়া মসজিদে নামাজ আদায় করেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠক, সাংবাদিক, সাংস্কৃতিক ও কমিউনিটির সদস্যসহ আরও অনেকে।

এছাড়াও বাংলাদেশি পরিচালিত অভারভিলা বাংলাদেশ জামে মসজিদে সকাল সাতটা থেকে শুরু করে দুপুর ১২টা পযর্ন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়। সেখানেও নামাজ আদায় করেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ সহ কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিপুলসংখ্যক বাংলাদেশি মুসল্লি। একই এলাকায় প্রবাসী বাংলাদেশীদের ব্যবস্থাপনয় আন্দে কারমান স্টেডিয়ামে একটি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।

এছাড়াও ফ্রান্সের হোস এলাকায় বাংলাদেশি পরিচালিত একটি জিমনেসিয়ামে দুইটি জামাত অনুষ্ঠিত হয়। প্যারিসের বাহিরে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা বিভিন্ন মুসলিম কমিউনিটির মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

বিজ্ঞাপন

এদিকে প্রবাসী বাংলাদেশিরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মেতে উঠেছিলেন অন্য রকম আনন্দে। ফ্রান্সের বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের দিন বিভিন্ন ফেস্টিভ্যালের আয়োজন করে।

ফ্রান্সের প্যারিসের অদূরে লা কর্নভ পার্কে প্রবাসী বাংলাদেশিদের ঈদের আনন্দ ভাগ করে নিতে, সম্মিলিত ঈদ উদযাপন পরিষদ ও বিসিএফ ফ্রান্স এবং ফ্রান্স বাংলাদেশি শ্রমিক গ্রুপের উদ্যোগে পাক দো লা ভিলেটে ও রিগ্ৰুপ ফ্যালিয়াল ফ্রান্সের আয়োজনে লুভর মিউজিয়াম গার্ডেন এ বিশেষ ঈদ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসব ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিদের পদচারণে মুখর হয়ে ওঠে ঈদ উৎসব। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি পরিবারের ছোট শিশু থেকে শুরু করে তরুণ-যুবক-বয়োজ্যেষ্ঠদের যেন একটি মিলনমেলা ছিল। ঈদ উপলক্ষে সেখানে হাজির হন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সুধীজন, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ প্রবাসী বাংলাদেশিরা।

প্যারিসের বাইরে দূরদূরান্ত থেকে প্রবাসীরা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন। এ উৎসবে নানা আয়োজনের মধ্যে ছিল বড়দের মোরগলড়াই, নারীদের পিলো পাসিং খেলা, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, রান্না প্রতিযোগিতাসহ নানা দেশীয় আয়োজন। সবশেষে এসব অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সারাবাংলা/এনজে

ঈদ উদযাপন ফ্রান্স বাংলাদেশি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর