নাটোরে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
৩১ মার্চ ২০২৫ ০৯:১৫ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ০৯:২৫
নাটোর: যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৭ টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন আলাইপুর মার্কাস জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের পেশ ইমাম গোলাম মোস্তফা। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন।
এ ছাড়াও শহরের কেন্দ্রীয় মসজিদ, গাড়িখানা মসজিদ, বড় হরিশপুর ঈদগাহ মাঠ, বাস টার্মিনাল মসজিদসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সারাবাংলা/এনজে