Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
লেভানডস্কি ঝড়ে শীর্ষস্থান মজবুত করল বার্সা

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৫ ১০:২৩ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৫:২৮

গোলের পর লেভানডস্কি উচ্ছ্বাস

আগের রাতেই লেগানেসের বিপক্ষে জয়ে বার্সেলোনার পাশে বসেছিল রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের সঙ্গে তিন পয়েন্টের ব্যবধান বার্সেলোনা ফিরে পেল ২৪ ঘণ্টার ব্যবধানেই। রবার্ট লেভানডস্কির জোড়া গোলে জিরুনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থান আরও দৃঢ় করল কাতালানরা।

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে বার্সা। বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না তারা। অবশেষে হাফ টাইমের ঠিক আগে লিড নেয় বার্সা। লামিন ইয়ামালের ফ্রিক কিক থেকে লাদিসলাভ ক্রেসির আত্মঘাতী গোলে এগিয়ে যায় কাতালানরা।

বিজ্ঞাপন

হাফ টাইমের ঠিক পরেই বার্সাকে চমকে দিয়ে ম্যাচে সমতা ফেরায় জিরুনা। ব্লিন্ডের পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি আরনুত ডানজুমা।

ধাক্কা খেয়ে নড়েচড়ে বসে বার্সা। এরপর শুরু লেভানডস্কি জাদুর। ৬১ মিনিটে ফিরমিন লোপেজের অ্যাসিস্টে বার্সার লিড ফিরিয়ে আনেন লেভানডস্কি। ৭৭ মিনিটে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের বাড়ানো বলে গোল করে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এই নিয়ে লা লিগায় তার গোলসংখ্যা দাঁড়াল ২৫, সব টুর্নামেন্ট মিলিয়ে তা ৪০।

৮৬ মিনিটে বার্সার চতুর্থ গোল আসে ফেরান তোরেসের পা থেকে। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দৃঢ় করল বার্সা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

সারাবাংলা/এফএম

বার্সেলোনা রবার্ট লেভানডস্কি লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর