Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ জামাতে লাখো মুসল্লি, উৎসবমুখর বন্দরনগরী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ০৯:৫৭ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:৪৪

ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে লাখো মুসল্লির সমাগম হয়েছে। নামাজ আদায়সহ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কিংবা সম্মিলিতভাবে নানা আনন্দ আয়োজনে বন্দরনগরীতে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বরাবরের মতো চট্টগ্রামে প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। সেখানে দু’দফা ঈদের নামাজে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষের সম্মিলন ঘটে। অন্যান্য বছরের চেয়ে এবার বিপুল সংখ্যক বেশি মুসল্লির সমাগম দেখা গেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের উন্মুক্ত ময়দানে প্রথম নামাজে ইমামতি করেন খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন একই মসজিদের পেশ ইমাম আহমেদুল হক।

কোলাকুলি করে কুশল বিনিময় করছেন মুসল্লিরা। ছবি: সারাবাংলা

ঈদুল ফিতরের নামাজ শেষে খুতবায় আলাউদ্দীন আল কাদেরী দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন। খতিবের মোনাজাতে শরিক হয়ে শুকরিয়া আদায় করেন ইমাম ও মুসল্লিরা। সৃষ্টিকর্তার কাছে দোয়া কবুল ও ক্ষমা প্রার্থনা করে এসময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

জমিয়াতুল ফালাহ ময়দানে প্রথম ঈদ জামাতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ, নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, সদস্য ফখরে জাহান সিরাজী, খুলশী থানার আমীর মুহাম্মদ আলমগীর ভুইঁয়াসহ আরও অনেকে সামনের কাতারে ছিলেন।

বিজ্ঞাপন

নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে ঈদের নামাজ আদায়ের জন্য বিপুল সংখ্যক মুসল্লির নিরাপত্তায় সিএমপির পক্ষ থেকে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। এর ফলে মুসল্লিরা সুশৃঙ্খলভাবে প্রবেশ করে নামাজ আদায়ের পর বেরিয়ে যান।

নামাজরত মুসল্লিরা। ছবি: সারাবাংলা

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নগরীর উত্তর কাট্টলীতে নিজ বাড়ির মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

নগর জামায়াতের নেতাদের মধ্যে চকবাজার প্যারেড মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন নায়েবে আমীর আ জ ম ওবায়েদুল্লাহ ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।

চট্টগ্রাম স্টেডিয়ামের মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সদস্য জাকের হোসাইন। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও সদস্য আবু বকর ছিদ্দিক।

ছবি: সারাবাংলা

এদিকে চসিকের তত্ত্বাবধানে নগরীর লালদীঘির পাড়ে চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। একই সময়ে নগরীতে আরও ৮টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদগুলো হল- শেখ ফরিদ চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ।

বিভিন্ন মসজিদ ও ঈদের নামাজ আদায় নিয়ে ঈদের দিন ভোর থেকেই চট্টগ্রাম নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নতুন পোশাক পরে বাবার হাত ধরে ছোট্ট শিশু, নানা বয়সী, নানা শ্রেণি-পেশার হাজার, হাজার মানুষ ছুটেছেন ঈদের নামাজ আদায়ে। ধনী, গরীব সকলেই মিলেছেন এক কাতারে। নামাজ শেষে অনেকেই বাবা-মা, দাদা-দাদীর কবর জিয়ারত করেন। নগরীর বিভিন্নস্থানে সম্মিলিত উদ্যোগে ভাসমান, গরীব-অসহায় লোকজনের মাঝে রান্না করা সেমাই বিতরণ করা হচ্ছে।

সারাবাংলা/আরডি/এনজে

ঈদ নামাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর