Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্ত পরিবেশে বিএনপি-জামায়াত নেতাদের আনন্দের ঈদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ১৩:০৩ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৫:২৮

চট্টগ্রামের প্রধান ঈদ জামাত জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: দীর্ঘসময় পর পক্ষে থাকা মুক্ত পরিবেশে এবার ঈদুল ফিতর উদযাপন করছেন চট্টগ্রামের বিএনপি-জামায়াতের নেতারা। এতে তারা উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলনে আত্মাহুতি দেওয়া ছাত্র-জনতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

সোমবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রামের প্রধান ঈদ জামাত জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে একসঙ্গে শরীক হয়েছিলেন বিএনপি ও জামায়াতের স্থানীয় শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, সদস্য ফখরে জাহান সিরাজী, খুলশী থানার আমীর মুহাম্মদ আলমগীর ভুইঁয়াসহ আরও অনেক নেতা সামনের কাতারে ছিলেন।

জমিয়াতুল ফালাহ ময়দানে প্রথম ঈদ জামাতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীকও অ্যশ নেন। নামাজ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশের মানুষ এবার সুস্থ ও সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করছে। বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। মানুষ এবার শান্তিতে রোজা পালন করেছেন। ঈদও নির্বিঘ্নে উদযাপন করতে পারছেন সবাই। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া।’

মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঈদের আনন্দ সবখানে ছড়িয়ে পড়ুক। ধনী-গরিবের মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে। সুখী, সমৃদ্ধিশালী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই মিলে কাজ করবে। আর চট্টগ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব। জলাবদ্ধতামুক্ত নগর করতে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা, প্লাস্টিক ফেলব না, এটাই হোক প্রত্যাশা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানে অনেক শহিদ হয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করছে। আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। শহিদদের রক্ত বৃথা যাবে না।’

এবছর মানুষ মুক্ত পরিবেশে ঈদ করছে জানিয়ে মেয়র বলেন, ‘গত ১৬ টি বছরের আনন্দ থেকে এবারের ঈদের আনন্দ ভিন্ন। কারণ গত ঈদগুলোতে একটা দল কিন্তু সমাজের একটা বিশাল অংশকে বিভিন্ন হামলা, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে ঈদ পর্যন্ত করতে দেয়নি। তাদের পরিবারে ঈদের কোনো আনন্দ ছিল না। কিন্তু আজ এ প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে সবাই মিলে কিন্তু ঈদ করছে। তারা কিন্তু নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে আজ ঈদ করছে। ঈদের এই পবিত্র আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক।’

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘এবাবের ঈদ আমাদের জন্য অনেক আনন্দের। আমরা স্বৈরাচার, ফ্যাসিস্টমুক্ত পরিবেশে ঈদ করতে পারছি। যে ছাত্ররা আত্মাহুতি দিয়ে দেশের মানুষকে স্বৈরাচার-ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি দিয়েছে, তাদের স্মরণ করছি। এখন আমাদের সব ভেদাভেদ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবাই মিলেমিশে দেশ পুনর্গঠন করতে হবে।’

প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের সন্তান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর চব্বিশে আরেকটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ স্বৈরাচারের পতন ঘটিয়েছে। মানুষ বার বার জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহিদদের রক্তের ঋণ শোধ করতে হবে।’

আওয়ামী লীগের আমলে প্রায় ১৫ বছর ধরে বিভিন্ন মামলার কারণে আত্মগোপনে কিংবা কারাগারে ছিলেন চট্টগ্রামের বিএনপি-জামায়াতের অনেক নেতা। এবার ঈদুল ফিতরে মুক্ত পরিবেশে সকলেই ফিরেছেন নিজ, নিজ এলাকায়। স্বজন-প্রতিবেশি, এলাকাবাসীর সঙ্গে আনন্দ আয়োজনে উদযাপন করছেন ঈদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নগরীর উত্তর কাট্টলীতে নিজ বাড়ির মসজিদে ঈদের নামাজ আদায় করেন। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাটহাজারীতে নিজ বাড়িতে মসজিদে নামাজ আদায় করেছেন।

নগর জামায়াতের নেতাদের মধ্যে চকবাজার প্যারেড মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন নায়েবে আমীর আ জ ম ওবায়েদুল্লাহ ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।

চট্টগ্রাম স্টেডিয়ামের মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সদস্য জাকের হোসাইন। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও সদস্য আবু বকর ছিদ্দিক।

সারাবাংলা/আরডি/ইআ

ঈদ উদযাপন চট্টগ্রামে প্রধান ঈদ জামাত বিএনপি-জামায়াত নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর