Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের প্রত্যাশা অন্তর্বর্তী সরকার তাদের প্রতিশ্রুতি পালন করবেন: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ১৩:৩৮ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:৪৬

ঈদুল ফিতর উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করবেন।

সোমবার (৩১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঈদুল ফিতরের এই পবিত্র দিনে আমরা প্রত্যাশা করছি ১৫ বছর ধরে যে সংগ্রাম আমরা করেছি ভোটের জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের ভাতের অধিকার এবং মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম আমরা করেছি। আমাদের সেই সংগ্রাম সফল হবে। যে যেই দায়িত্বে আছেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত ১৫ বছরের ঈদ ও এবারের ঈদ আমাদের জন্য অনেক পার্থক্য রয়েছে এবারের ঈদ আমরা জমজমাট এবং মুক্ত পরিবেশে পালন করতে পারছি।’

এর আগে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জনগণকে ও দেশবাসীকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসেছেন। সেইসঙ্গে আমরা প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেছি এবং তার জন্য দোয়া করেছি। আমরা তার বড় ছেলে আমাদের নেতা আরাফাত রহমান কোকো’র আত্মা মাগফেরাত করার জন্য আমরা দোয়া করেছি। এ ছাড়াও ১৯৭১ সালে শহীদ হওয়া ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে আমরা দোয়া করেছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত করে আমরা দোয়া প্রার্থনা করেছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রত্যেকটি মানুষ যেন আনন্দে ঈদ উদযাপন করতে পারে সেই প্রত্যাশাই আমরা করছি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ঈদে আমরা প্রত্যাশা করব যে খুব শীঘ্রই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা আরো প্রত্যাশা করছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খুব শীঘ্রই দেশে ফিরে আসতে পারবেন।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও স্থায়ী কমটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য নেতাকর্মীরা।

সারাবাংলা/এফএন/ইআ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর