Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোলাকিয়ায় ঈদ জামাতে লাখ লাখ মুসল্লির নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ১৩:১১ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৭:২৭

বিশাল জনসমুদ্রের রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ ময়দান। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ: দেশের বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদের জামাতে কয়েক লাখ মানুষ নামাজ আদায় করেছেন।

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় বিশাল এ ময়দানে ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এবার ঈদ জামাত পরিচালনা করেন স্থানীয় বড় বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ।

শোলাকিয়ার রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে তিনবার বন্দুকের গুলি ফুটিয়ে নামাজের প্রস্তুতি নিতে সংকেত দেওয়া হয়। পরে নামাজ ও খুতবা শেষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

নামাজ শেষে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া বলেন, ‘স্মরণকালের বৃহত্তম এবারের ঈদ জামাতে আনুমানিক ছয় লাখ মানুষ নামাজ আদায় করেছেন।’

ঈদ জামাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে আসা মানুষের জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেলওয়ে কর্তৃপক্ষ। যার একটি ঈদের দিন সকাল পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে এবং আরেকটি ট্রেন সকাল ৬টায় ভৈরব থেকে ছেড়ে আসে। ঈদ জামাতে অংশ নিতে আসা লোকজনকে দুপুর ১২টায় পুনরায় নিয়ে ফিরে যায় ট্রেন দুটি।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে টুপি, মাস্ক ও জায়নামাজ ছাড়া সবকিছু বহন নিষিদ্ধ ও শহরে যান চলাচল বন্ধ রাখা হয়। আগতদের জন্য মাঠে বিপুল স্বেচ্ছাসেবক এবং কয়েকটি চিকিৎসক দল দায়িত্ব পালন করে।

২০১৬ সালে শোলাকিয়ায় জঙ্গি হামলার কথা মাথায় রেখে এবার চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নামাজের সময় পাঁচ প্লাটুন বিজিবি, বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যের সমন্বয়ে নিরাপত্তা বলয়ের পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

ঈদুল ফিতর নামাজ আদায় শোলাকিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর