Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনাপাড়ায় পরিবেশ অধিদফতরের অভিযানে বন্ধ দূষণকারী কারখানা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ১৯:১০

পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট। ছবি: সংগৃহীত

ঢাকা: পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট কোনাপাড়ার ময়লার ভাগাড় ও সামাদনগরে গত তিনদিন ধরে অভিযান চালিয়ে সকল বায়ুদূষণকারী ব্যাটারি কারখানা সিলগালা করে দিয়েছে।

সোমবার (৩১ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর’র সই রা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট। অভিযান চলে মান্ডা, গ্রিন সিটির পেছন অংশ, সামাদনগর, শরীফপুর, ময়লা রাস্তা মোড় ও কোনাপাড়ায়। এসব এলাকায় থাকা ঢালাই লোহার কারখানাগুলোও বন্ধ পাওয়া গেছে।

এই অভিযানে গ্রিন মডেল টাউনের আশপাশের এলাকাও অন্তর্ভুক্ত ছিল। সেখানে ঢালাই লোহাসহ সবধরনের কারখানা বন্ধ পাওয়া যায়। কোনাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা মোবাইল কোর্টের সঙ্গে উপস্থিত ছিলেন। তাদের মতে, অভিযানের ফলে ব্যাটারি কারখানা আর নেই। তবে কেউ নতুন করে চালালে তারা জানাবেন।

অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশ, টহল পুলিশ ও লাইন পুলিশ উপস্থিত ছিল। স্থানীয় বাসিন্দারাও অভিযানে অংশ নেন।

উল্লেখ্য, বর্ণিত স্থানগুলোতে অবৈধ সীসা ব্যাটারি কারখানাগুলো হতে ধোয়া নির্গত করে পুরো এলাকায় বায়ুদূষণ ঘটাচ্ছিল। এলাকাবাসীর অঅভিযোগের পরিপ্রেক্ষিতে ওই এলাকায় পরিবেশ অধিদফতর ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে সকল দূষণকারী কারখানা বন্ধ করে দেয়।

সারাবাংলা/এফএন/পিটিএম

দূষণকারী কারখানা বন্‌ধ