Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ হোক সাম্যের উৎসব

তিতুমীর কলেজ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৫ ১৯:৪৬

ঈদ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি সংযম ও মানবিকতার এক অনন্য প্রকাশ। এক মাস সিয়াম-সাধনার পর আকাশে যখন ঈদের চাঁদ উদিত হয়, তখন হৃদয়ে আনন্দের জোয়ার উঠে। নতুন পোশাক, মিষ্টিমুখ, আত্মীয়-স্বজনের সঙ্গে মিলিত হওয়া সবকিছু মিলিয়ে ঈদ এক আনন্দময় মিলনমেলা। এই মিলনমেলায় শামিল হয়েছে সাত কলেজের শিক্ষার্থীরাও, জানিয়েছে তাদের অনুভূতি এবং ঈদ উদযাপন সম্পর্কে। তাদের কথা তুলে ধরেছেন মোঃ রাব্বি

বিজ্ঞাপন

নাফিস হাসান সাকি – সরকারি তিতুমীর কলেজ

ঈদের সময় যেন আমাদের মধ্যে এক ভিন্ন ধরনের উদ্দীপনা এবং আনন্দের অনুভূতি কাজ করে। রমজান মাসের প্রতিদিনের সংযম, ধৈর্য এবং ইবাদতের পর ঈদ আমাদের নতুন করে এক আলোর রশ্মি দেখায়।

ঈদের সকালে যখন সবাই নতুন পোশাকে ঈদগাহে যাই, একসঙ্গে নামাজ পরে, কোলাকুলি করি তখন তুচ্ছ পার্থক্যগুলি হারিয়ে যায় এবং একতা ও ভ্রাতৃত্বের এক অনন্য মুহূর্ত তৈরি হয়। এরপর শুরু হয় আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে উপহার দেওয়া-নেওয়া এবং মিষ্টিমুখ করার আনন্দ। এই ক্ষণগুলি জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলির মধ্যে একটি, যা আমাদেরকে একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতির দৃষ্টিভঙ্গি তৈরি করতে শেখায়।

তবে আমাদের আনন্দের এই মুহূর্তে, ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ভাই-বোনদের কথা ভুলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যেখানে যুদ্ধ, সংঘাত এবং দুঃখের মাঝে তারা ঈদের এই দিনটি উদযাপন করতে যাচ্ছে। এই ঈদে আমরা যেন তাদের জন্য বিশেষ প্রার্থনা করি, যাতে আল্লাহ তাদের দুর্দশা থেকে মুক্তি দেন, তাদের জীবনে শান্তি ও সুখ বয়ে আনেন।

এই ঈদে সবার মুখে হাসি, ভালোবাসা ও শান্তি ফুটুক এবং আল্লাহর রহমত আমাদের সকলের উপর বর্ষিত হোক। ঈদ মোবারক।

জাফরিন আক্তার- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

ঈদ শব্দটির সাথে জড়িয়ে থাকে একরাশ আনন্দ, আবার কারো ক্ষেত্রে কষ্ট। একমাস সিয়াম সাধনাতেই আসলে ঈদের মূল আনন্দ নিহিত থাকে। সকলে একত্রে রোজা রাখা, ইফতার করা, সেহরী করা, ক্লান্তি নিয়ে সারাদিন কাজগুলো করা, আবার ইফতারের পর ফুরফুরে মেজাজে একত্রে তারাবীহ আদায় করা। পরিবারের সাথে থাকলে একধরণের আনন্দ থাকে। আবার হলে থাকলে হয় ভিন্ন রকমের অভিজ্ঞতা। বন্ধুরা মিলে একে অন্যের সহযোগী হয়ে ওঠা। হলে থাকা শিক্ষার্থীদের জন্য একটা অন্যরকম আনন্দ হচ্ছে বাড়ি ফিরে যাওয়া। এতো আনন্দের মধ্যেও কেউ কেউ থাকে যারা পরিবারের সাথে সময় কাটাতে পারে না, তাদের জন্য দিনগুলো তুলনামূলক বেশি কষ্টদায়ক।

বিজ্ঞাপন

এবার ঈদ আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের জন্য আরেকটু ভিন্নরকম হবে। এই রোজায় যেমন বিশ্ববিদ্যালয় ইস্যুতে আমাদের অনেক পরিশ্রম গিয়েছে, তেমনি আনন্দও হবে সমানুপাতিক ইনশাআল্লাহ। সব মিলিয়ে ইদ আনন্দের উৎসব। রোজার মাসে একটু একটু করে জমে থাকা আনন্দগুলো ঈদে বর্ণিল রূপ ধারণ করুক। সমাজের উচ্চ, মধ্য, নিম্ন সকল পর্যায়ের মানুষের ঘরেই আনন্দের জোয়ার হোক। এই কামনা।

তাহমিনা আফরোজ রুপা- সরকারি তিতুমীর কলেজ।

ঈদ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি অনুভূতির একটি অসাধারণ মুহূর্ত। প্রতি বছরই ঈদের দিন যত কাছাকাছি চলে আসতে থাকে, মনের মধ্যে ঠিক ততই উত্তেজনা বাড়তে থাকে। ইশ্, আর ক’টা দিন, এরপরই যাবো আমার শেকড়ে। ঈদের দিন সবাই আমরা একে-অপরকে শুভেচ্ছা জানাই, পাশাপাশি একে অপরের সুখ-দুঃখের অংশ হই। এই দিনটি সকলের দুঃখ কষ্ট মুছে দিয়ে এক বিশেষ দিনে পরিণত হয়। এই দিনটি সামাজিক ঐক্য এবং মানবিক মূল্যবোধ উদযাপনের একটি দিন। ঈদের অনুভূতি শুধুমাত্র একটি দিনেই সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব আমাদের জীবনের প্রতিটি দিনকে আলোকিত করে, যেখানে শান্তি, সহমর্মিতা এবং ভালোবাসা একসাথে মিশে থাকে। ঈদ আমাদের মনে করিয়ে দেয় যে, আমাদের জীবনে ভালোবাসা, শ্রদ্ধা এবং একতা অনেক গুরুত্বপূর্ণ। পরিশেষে বলবো-
আনন্দের মেলায় সুরেলা বাণী
হাসি, খুশি সবার জন্য একটি গান
ঈদ মানে, মানবতার জয়
একতা, প্রেমে ভরে উঠুক এই সমাজ, দেশ, সমগ্র পৃথিবী।

মোঃ সাকিব উদ্দিন- সরকারি তিতুমীর কলেজ

“ঈদ” একটি আরবি শব্দ, যার অর্থ হলো বারবার ফিরে আসা। আল্লাহ তাআলা এদিনে তাঁর বান্দাদের নিয়ামত ও অনুগ্রহ দ্বারা বারবার ধন্য করেন এবং দয়া প্রদর্শন করেন, যা মানুষের মনে আনন্দের সঞ্চার করে। এসব কারণেই এই দিনের নামকরণ করা হয়েছে ঈদ।

দাম্ভিকতা, লোভ, হিংসা, অন্যায় ও অপরাধের গণ্ডি ভেঙে এক পরিশুদ্ধ মানবিক মানুষ হওয়ার আহ্বান নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ভেদাভেদ ভুলে সমাজের সব স্তরের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগির মাধ্যমেই ঈদের মহত্ত্ব প্রকাশ পায়।

ঈদে কেবলমাত্র নামিদামি পোশাক ও বিলাসিতায় মেতে ওঠা যথেষ্ট নয়। বরং ধনী, গরিব, অসহায়, নানান শ্রেণী পেশা ও দল-মতের বিভেদ ভুলে আসুন, আমরা আর্তমানবতার পাশে দাঁড়াই। হিংসা-বিদ্বেষ ভুলে সাম্য, মৈত্রী, সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। পরিবার, আত্মীয়-স্বজন ও গরিব-দুঃখী মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলে তবেই ঈদ হয়ে উঠবে সকলের জন্য সত্যিকারের আনন্দময় উৎসব।

স্মৃতি আক্তার- ইডেন মহিলা কলেজ

প্রতিটি মুসলিম পরিবারের জন্য ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। প্রতিবছর মুসলমানদের দুইটি ঈদ পালন করা হয়, ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এই দুইটি উৎসব মুসলমানদের জন্য আনন্দ বয়ে আনে প্রতিটি ঘরে ঘরে।

যারা মধ্যবিত্ত পরিবার আছে তারা সারা বছর নতুন জামা না পড়লেও এই দুইটি সময় নতুন জামা পড়ার আশায় দিন গুনতে থাকে।এবং সারা বছর গরুর মাংস না খেলেও ঈদের একটা দিন গরুর মাংস খেতে পারার আনন্দের সময় গুনতে থাকে।

এই ঈদ আসলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় নতুন জামা কিনে দিত বাবা মা পড়ে ঘুরে বেড়াতাম এদিক থেকে ওদিক। বড় হয়ে গেছি এখন আর নতুন জামা কেনা হয় না সে আনন্দটা অনুভব হয় না। এখন সে আনন্দটা অনুভব হয় সবাইকে জামা কাপড় কিনে দিয়ে পরিবারের সবাকলকে কেনাকাটা করে দেই নিজে না কিনলেও এই যে সবাইকে কিনে দেওয়ার আনন্দ এটাই খুব আনন্দ দেয় নিজেকে। বাড়ির বাইরে থাকি পড়াশোনার জন্য, ৩০ টা রোজা চলে যায় ইফতার খাওয়া হয় না মায়ের হাতে এটা খুব মিস করি। আমরা মায়ের হাতের আলু চাপ, বেগুনি খুব মজা হয়, এটা খুব মিস করি। কিন্তু খাওয়ার সৌভাগ্য আর হয় না। ঈদের আগের দিন প্রতিবছর বাসায় যাই।। ঈদের একদিন পর আবার ঢাকায় চলে আসতে হয়। এবার হয়তো তাও যেতে পারবো না। ছোট একটা চাকরি করি ছুটি দিবে না। এমন হয়তো অনেকেরই হচ্ছে এ কষ্টগুলো তারাই বুঝবে যারা পরিবার ছাড়া ঈদ করবে ঢাকা।

জান্নাতুল রাইদা জুঁই- সরকারি তিতুমীর কলেজ।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই এক অপার ভালোবাসার উৎসব। সারা মাস রোজা রাখার পর যখন ঈদের চাঁদ ওঠে, তখন হৃদয়ে এক অনন্য প্রশান্তি নেমে আসে। নতুন পোশাক, সুগন্ধি আতর, মিষ্টির আয়োজন—সবকিছু মিলিয়ে ঈদ যেন এক পারিবারিক আনন্দের মিলনমেলা। ছোটদের খুশি ঈদ সেলামির টাকায়, আর বড়দের আনন্দ প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মাঝে। অভাব-অভিযোগ ভুলে সবাই একসঙ্গে নামাজে দাঁড়ায়, কোলাকুলি করে, একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেয়। ঈদ শুধু উৎসব নয়, এটি ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে, মানবতার জয়গান গায়।

সারাবাংলা/এমআর/এসএইচএস

ঈদ উল ফিতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর