নড়াইলে ২ গ্রুপে সংঘর্ষ, সাবেক সেনাসদস্য নিহত
৩১ মার্চ ২০২৫ ২২:০৪
নড়াইল: জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। তার নাম আকবার শেখ (৬৫)। এ ঘটনায় অন্তত আরও ১২ জন আহত হন।
সোমবার (৩১ মার্চ) বিকেলে লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকবার শেখ ওই গ্রামের মেকরেত শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সোমবার বিকেলে উভয় গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে আকবর শেখ নামে সাবেক এক সেনা সদস্য প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে লোহাগড়া থানা-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, ‘ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।’
সারাবাংলা/পিটিএম