Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ২২:২৭

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু। ছবি: সংগৃহীত

সিলেট: ঈদের দিন জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নয়ন মিয়া (১৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নয়ন মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রাথমিক তথ্যে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন কয়েকজন বন্ধুদের সঙ্গে সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে যান নয়ন মিয়া। সেখানে গিয়ে তিনিসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে তিনি স্রোতের টানে পানিতে তলিয়ে যান। পরে তার সঙ্গী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/পিটিএম

জাফলং পর্যটক মৃত্যু সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর