Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোর সন্দেহে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতেই ২ ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ০৩:১০ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ২০:৫৬

নরসিংদী সদর হাসপাতালের মর্গ। ছবি: সংগৃহীত

নরসিংদী: নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে সহোদর দুই ভাই নিহত হয়েছেন।

সোমবার (৩১) মার্চ সন্ধায় উপজেলার ভাগদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- পলাশ উপজেলার কর্তাতৈল এলাকার আসাব উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে কর্তাতৈল এলাকার হিমেল নামের এক যুবককে ভাগদী এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনি দেয়। পরে পু্লিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ অন্যান্যরা। পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাবা-মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও আহত করে এলাকাবাসী। এ সময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব। তবে পরিবারের দাবি- চোর নয়, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, চোর সন্দেহে হিমেল নামে একজনকে সকালে পিটুনি দেয় স্থানীয়রা। তাকে বর্তমানে পুলিশ তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, এরই প্রতিবাদ করতে গিয়ে ফের গণপিটুনির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সদর হাসপাতালে এবং অপরজন ঢাকায় নেয়ার পথে মারা যায়। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

সারাবাংলা/পিটিএম

গণপিটুনি নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর