Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বংশালে ঈদের মেলার দোকানে আগুন, দগ্ধ ৬

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ০৯:১০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বংশালে বাংলাদেশ মাঠে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ৬ জন দগ্ধ হয়েছে। দগ্ধদেরকে উদ্ধার করে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটে। দগ্ধরা হলেন, ফাস্টফুড দোকানের মালিক নয়ন (২৯), সাগর (২৫), ইকবাল (৩১), হাসান (২৮), রিমঝিম (১৬) ও অপূর্ব (১৮)।

দোকান মালিক নয়নের বাবা মো. সেলিম জানান, তাদের বাসা বংশাল নয়াবাজার এলাকায়। তার ছেলে নয়ন এক মাস যাবত ফাস্টফুডের ভ্রাম্যমান দোকান চালান। ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ মাঠের ভেতরে ফাস্টফুডের বসিয়েছিলেন। রাতে তিনি খবর পান, সেই দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনে তার ছেলেসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরও জানান, গ্যাস সিলেন্ডারটি অক্ষত রয়েছে। সিলিন্ডারের লাইন গোলযোগের কারণে এই আগুনের ঘটনা ঘটেছে বলে তার ধারণা।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আগুনের ঘটনায় ৬ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শরীরে দগ্ধের পরিমাণ কম। সাগর নামে একজনের সর্বোচ্চ ১১ শতাংশ সহ শ্বাসনালী পুড়ে গেছে। তাকে ভর্তি রাখা হয়েছে। বাকিদেরকে অবজারভেশনের রাখা হয়েছে। আগুনের খবর পেয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন হাসপাতালে ছুটে আসেন। রোগীদের চিকিৎসার খোজ খবর নেন।

সারাবাংলা/এসএসআর/এনজে

আগুন দগ্ধ মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর