Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ঈদের দিন ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ০৯:২১

ঘটনাস্থলের ছবি।

সিলেট: সিলেটের গোয়াইনঘাটে ঈদের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত: ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর বেলা ১২ টার দিকে উপজেলার লামার দমদমীয়া গ্রামের দুর্ঘামারা বিলের পাড়ে এ ঘটনা ঘটে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ওই ইউনিয়নের ভিতরগুল ও লামার দমদমীয়া গ্রামের লোকজনের মধ্যে দুর্ঘামারা বিলের পাড়ের একটি খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে উভয় গ্রামের মধ্যে কয়েক দিন ধরে স্থানীয় সালিশ চলছিল। সোমবার (১ এপ্রিল) ঈদের নামাজ শেষে দুপুর ১২ টার দিকে দমদমীয়া গ্রামের বিবাহিত ও অবিবাহিত যুবকদের মধ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে দমদমীয়া গ্রামের বাসিন্দারা।

অন্যদিকে ভিতরগুল গ্রামের একদল যুবক একই সময়ে মাঠে ফুটবল খেলতে যায়। এ সময় মাঠে ফুটবল খেলতে বাধা দেয় দমদমীয়া গ্রামের কয়েকজন যুবক। এ নিয়ে তর্কের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পরে আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, ঈদের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে আহতদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

আহত বাস সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর