Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতে জমজমাট রাজধানীর শিশু বিনোদন কেন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ১৭:৩৫ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ২০:৫৮

ঈদ আনন্দে মেতেছে রাজধানীর শিশু মেলা। ছবি: সারাবাংলা

ঢাকা: ঈদের লম্বা ছুটি। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে দৈনন্দিন কর্মব্যস্ততা থেকে কিছুটা অবসর। এসব মিলিয়ে জমে উঠেছে ঈদ আনন্দ। পরিবারকে টানা তিন থেকে চার দিন পুরোদমে সময় দেওয়ার সুযোগ এটাই। আর ছোট্টো সোনামণিদের ঈদের আবদার মানেই হচ্ছে শিশু পার্ক। আর তাইতো ঈদকে ঘিরে এখন প্রাণ চঞ্চল হয়ে উঠেছে ছোটদের বিনোদন কেন্দ্রগুলো।

রাজধানীর তিনটি শিশু পার্ক ঘুরে দেখা যায়, সেগুলোতে উপচে পড়া ভিড়। বাবা মায়ের হাত ধরে ছোট্ট সোনামণিরা আসছে শিশু পার্কে। উদ্দেশ্য মজার মজার রাইডস এ চড়া।

বিজ্ঞাপন

রাজধানীর শ্যামলী শিশুমেলা ঘুরে দেখা যায়, শিশু ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিভিন্ন রাইডে উঠতে লাইন ধরে দাঁড়িয়েছে শিশু থেকে বৃদ্ধরা।

নাগরদোলায় দোল খাওয়া সেই সঙ্গে সিংহের মুখোশ পড়ে আনন্দে মেতেছে তারা। ছবি: সারাবাংলা

ব্যাটারিচালিত কার চরে আনন্দে মেতেছে শিশুরা। ছবি: সারাবাংলা

মিরপুরের বাসিন্দা সাখাওয়াত হোসেন তার দুই ছেলেকে নিয়ে শ্যামলী শিশু মেলায় এসেছেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘শহরে বাচ্চাদের জন্য বিনোদনের সুযোগ কম। খেলার মাঠ নেই। আবার মাঠ থাকলেও নিরাপত্তা নেই। তার মধ্যে আমাদের অফিস, বাচ্চাদের স্কুল-কলেজ মিলিয়ে অবসর সময়টুকুও নেই। সারাদিন ঘরে বসে মোবাইল আর কম্পিউটার দেখে। তাই ঈদের ছুটির এই অবসর সময়ে এখানে আসা।’

ইট কাঠ কংক্রিটের এই নগরীতে কর্মময় জীবনের জন্য সবসময় ছুটে চলা। রোজকারের যানজট ঠেলে কর্মস্থলে পৌঁছানোই যেন একটি প্রতিযোগিতা। সেখানে ক্লান্ত শরীরে, বিনোদেনের মানসিকতাই পাওয়া যায় না।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থেকে থেকে আসা বেসরকারি চাকরিজীবী মারুফ উদ্দিন বলেন, ‘ঢাকা এখন অনেক ফাঁকা। খুব দ্রুতই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যাচ্ছে। অফিসও বন্ধ। তাই বাচ্চাদের নিয়ে আসলাম। ওদেরও স্কুল বন্ধ। এই সুযোগে একটু আনন্দ করুক।’

মজার মজার রাইড এ চড়ে শিশুদের আনন্দ যেন থামে না। চুকচুক ট্রেন, মিনি ট্রেন, নাগরদোলা, মোটর রাইড, হানি সুইং, ব্যাটারিচালিত কার, ড্রাগন রোলারসহ নানা ধরনের রাইড।

তৃতীয় শ্রেণিতে পড়ে নাবিল। সে তার মা ও খালামনির সঙ্গে শিশু পার্কে বেড়াতে এসেছে। নাবিল বলেন, ‘আমার স্কুলেও রাইড আছে। কিন্তু সেগুলো অনেক কম। এই পার্কে অনেক রাইড আছে। তাই এখানে ঘুড়তে এসেছি। মজার মজার রাইড এ চড়বো।’

নাবিলের মা জাহানারা সাথী সারাবাংলাকে বলেন, ‘নাবীলের বাবা বিদেশ থাকে। আমিও জব করি। ছেলেকে নিয়ে বের হওয়ার সুযোগ কম। আজ দুই বোন বাচ্চাদের নিয়ে বের হলাম।’

আনন্দ ঘূর্ণীতে আনন্দময় শিশুর ঈদ। ছবি: সারাবাংলা

কু ঝিক ঝিক রেলগাড়ি, ফাইটার বিমান, লম্ফঝম্প চড়কি, আনন্দ ঘূর্ণী, ঘূর্ণয়মান বিমানসহ সবগুলো রাইডের সামনে ছিল দীর্ঘ লাইন। এই গরমে ছোট বাচ্চা নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত হচ্ছিলেন অভিভাবকরা। কিন্তু ধৈর্য হারাননি। সন্তানদের শখ মিটিয়ে তবেই বাড়ি ফিরবেন তারা।

আর কিছুদিন পরই আবার ফিরে যেতে হবে পুরানো সেই ব্যস্ত জীবনে। তাই ঈদের সুন্দর মুহুর্তগুলো, এভাবেই কাটাতে চান ঢাকাবাসী।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঈদ ২০২৫ ঈদুল ফিতর ঢাকা শিশু বিনোদন কেন্দ্র