রংপুরে মোটরসাইকেল-রিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
১ এপ্রিল ২০২৫ ১৭:২৯ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ২০:৫৭
রংপুর: জেলার বদরগঞ্জ উপজেলায় অটোরিকশা সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ট্যাক্সেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। আশিক নামে নিহত ওই যুবকের বাড়ি স্থানীয় পাকার মাথা এলাকায়। আরেকজনের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই বন্ধু ঈদ উপলক্ষ্যে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা দ্রুত বেগে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা দুে যুবক ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলে আশিক নামে এক যুবক নিহত হন। তার বাড়ি স্থানীয় পাকার মাথা এলাকায়। গুরুতর আহত হন অপর আরোহী। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ থানার ওসি জানান, অপরজনের পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।
সারাবাংলা/পিটিএম