Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে পর্যটক বেড়েছে খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রে

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ এপ্রিল ২০২৫ ১৭:৫৯

ঈদে পাহাড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা।

খাগড়াছড়ি: ঈদে বাড়তি আনন্দ উপভোগ করতে পর্যটকরা বেড়াতে আসছেন পাহাড়ে। সোমবার (৩১ মার্চ) ঈদের দিন থেকেই শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা। তবে পর্যটন কেন্দ্রগুলোতে বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি।

ঈদের দিনে খাগড়াছড়ির পর্যটন কেন্দ আলুটিলা, রহস্যময় গুহা, জেলা পরিষদ পার্ক, আনসার পার্কে পর্যটক সমাগম ছিল দেখার মতো। কথা বলে জানা যায়, এসব পর্যটকদের বেশিরভাগই স্থানীয় পর্যটক।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি শহরের সবুজবাগ এলাকার আবদুর রহমান জানান, তিনি পরিবার পরিজন নিয়ে বেড়াচ্ছেন। আলুটিলা, রিছাং ঝর্না, হর্টিকালচার পার্ক ঘুরে বাসায় ফিরবেন। তার ছেলে হাসান বলেন, ‘বাবা সবসময় ব্যস্ত থাকেন। আজ সবাইকে নিয়ে ঘুরছেন। পরিবারের সবাই আনন্দ-উপভোগ করছে।’

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কের ব্যবসায়ী টিটু চাকমা জানান, দীর্ঘ এক মাস রোজাতে পর্যটক না বাসায় তাদের ব্যবসা হয়নি। ঈদের দিনে পর্যটক আসায় বেচা বিক্রি বেড়েছে। যেহেতু আরও ছুটি আছে আগামীতে পর্যটক সমাগম আরও বাড়তে পারে।

আলুটিলা পর্যটন কেন্দ্রের টিকেট কাউন্টার ইনচার্জ কোকোনাথ ত্রিপুরা জানান, ঈদের দিনে আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রায় আড়াই হাজার পর্যটক এসেছেন, যা আগামী কয়েকদিনে আরও বাড়বে।

খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা থৈই অংগ্য মারমা জানান, ঈদের দিনে তাদের প্রায় দুই হাজার পর্যটক এসেছেন। আগামীতে আরও আসবেন। পর্যটক আকর্ষণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি টুরিস্ট পুলিশের কর্মকর্তা নিশাত রায় জানান, পর্যটকেরা যাতে নিরাপদভাবে ঘুরতে পারেন সে ব্যবস্থা নিয়েছে টুরিস্ট ও জেলা পুলিশ।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সুপার মো. জুয়েল আরেফিন জানান, পর্যটকদের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে স্পেশাল টিম মোতায়েন আছে।

সারাবাংলা/এসডব্লিউ

ঈদ ২০২৫ ঈদুল ফিতর খাগড়াছড়ি পর্যটন স্পট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর