Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন উদ্বেগজনক

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ১৮:০৬ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ২৩:০৩

প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করে করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার (১ এপ্রিল) সিএ প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্ক টাইমসের নিবন্ধটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশে ধর্মীয় চরমপন্থা উত্থানের দ্বারপ্রান্তে। কিন্তু প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে। বিভ্রান্তিকর এই চিত্রায়ন কেবল দেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতি সরলীকৃত করে না বরং ১৮ কোটি মানুষের একটি সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকিও তৈরি করে।

সিএ প্রেস উইং থেকে আরও বলা হয়েছে, নিউইয়র্ক টাইমসের নিবন্ধটি বাংলাদেশ সম্পর্কে একটি উদ্বেগজনক এবং একপেশে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। এতে বলা হয়েছে, কোনো সুনির্দিষ্টভাবে উসকানিমূলক নিবন্ধের ওপর নির্ভর না করে বরং বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, নিউইয়র্ক টাইমস প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে, তখন কট্টরপন্থী ইসলামিস্টরা একটি সুযোগ দেখতে পাচ্ছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

প্রধান উপদেষ্টা প্রেস উইং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর