Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ১৮:১২ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ২৩:০৩

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় জায়গা-জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এক ভাইকে খুনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত নুরুল আলম বকুল (৪১) ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন বলে জানা গেছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘গ্রামের কিছু জমিজমা নিয়ে নুরুল আলম বকুল ও তার ভাইদের মধ্যে বিরোধ ছিল। ঈদ উপলক্ষ্যে সব ভাই গ্রামের বাড়িতে এসেছিলেন। আজ (মঙ্গলবার) দুপুরে তারা পারিবারিক বৈঠকে বসেছিলেন।’

তিনি আরও বলেন, ‘ওই বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুল আলমকে তার অপর ভাইয়েরা মিলে মারধর ও দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি মনিরুল বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। স্থানীয় লোকজনের কাছ থেকে শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। সেখান থেকে হামলায় ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

খুন জমি টপ নিউজ ভাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর